শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়া শহরে যত্রতত্র বিক্রি হচ্ছে মান নিয়ন্ত্রণহীন গরুর দুধ

আব্দুম মুনিব, কুষ্টিয়া : [২] বর্তমান করেনা ভাইরাস পরিস্থিতিতে সাড়া দেশের মত স্থবির কুষ্টিয়া জেলা সেই সাথে শুরু হযেছে পবিত্র মাহে রমজান। এই সুজোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু চক্র কুষ্টিয়া শহরে এন এস রোডের বিভিন্নস্থান ও অলিতে গলিতে বিক্রি করছে মান নিয়ন্ত্রনহীন গরুর দুধ।

[৩] জানা গেছে, কুমারখালীর শিলাইদাহ, মহেন্দ্রপুরসহ বিভিন্ন স্থান থেকে ফড়িয়ারা এই দুধ সরবরাহ করে থাকে। খামারীদের নিকট থেকে তারা কমদামে খাঁটি দুধ কিনলেও সরবরাহের আগে দুধ থেকে ক্রীম (ননী) তুলে রাখছে।

[৪] কেউ কেউ অধিক লাভের আশায় দুধে পানি মেশাচ্ছে। এতে করেনা পরিস্থিতিতে দুধ জেলার বাইরে সরবারহ করা যাচ্ছেনা, এমন ধোঁয়া তুলে বাজার মূল্যের থেকে ১০-১৫ টাকা কমে ৪৫ টাকা লিটার দুধ বিক্রি করছে। কিন্তু বাড়িতে নিয়ে গরম করার পর দুধের মান এর বিষয়টি বোঝা যাচ্ছে।

[৫] এ বিষয়ে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা বাজার মনিটারিং কমিটির সভাপতি এসএম কাদেরী শাকিল বলেন, সারা দেশে খামারীরা দুধ নিয়ে সমস্যায় পড়েছেন। কুষ্টিয়া শহরে কুমারখালী থেকে দুধ এনে বিক্রি হচ্ছে এটা ভালো উদ্যোগ। তবে মাননিয়ন্ত্রণ পরীক্ষার ব্যবস্থা থাকলে মানুষ আস্থার সাথে কিনতে পারবে। এ বিষয়টি তিনি জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়