শিরোনাম

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-পাকিস্তানসহ ১৮ দেশের ১ মিলিয়ন রোযাদারকে ইফতার করাবে সৌদি বাদশা

ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের নির্দেশে দেশটির ধর্ম বিষয়ক ও আমন্ত্রণ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও বিশ্বজুড়ে ইফতার কর্মসূচি শুরু করেছে। আল আরাবিয়া উর্দু

[৩] খবরে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এই ইফতার কর্মসূচির পরিধি বাড়ানো এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ইফতার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চলতি বছর ৫ মিলিয়ন রিয়াল অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

[৪] ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে, বাদশার এই উদ্যোগ বিশ্বব্যাপী কল্যাণের অংশ।

[৫] ইফতার কর্মসূটির অন্তর্ভুক্ত দেশগুলো হলো, জিবুতি, মালয়েশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, ক্যামেরুন, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, থাইল্যান্ড, বসনিয়া, অস্ট্রেলিয়া, চাদ, পাকিস্তান, সুদান, ভারত, সেনেগাল, কেনিয়া এবং ইন্দোনেশিয়া।

[৬] সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থাপন করা ইসলামিক কেন্দ্র, দূতাবাস ও ধর্মীয় অফিসগুলো থেকে রোযাদার মুসলিমদেরকে ইফতার বিতারণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়