শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাট সদর উপজেলায় শ্রমিক কল্যান ফান্ডের টাকার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন

লাভলু শেখ, লালমনিরহাট প্রতিনিধি : [২] শ্রমিক কল্যান্ ফান্ডের টাকার দাবিতে আজ বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা।

[৩] শত শত পরিবহন শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভে অংশ নিয়ে দাবি করে বলেন করোনা দুর্যোগে তারা না খেয়ে আছেন কিন্তু তারা শ্রমিক কল্যাণ ফান্ড থেকে পাচ্ছেন না কোনো সহযোগিতা। তারা বছরের পর বছর শ্রমিক কল্যান ফান্ডে চাঁদা দিয়ে আসলেও দুর্যোগকালে কোন কল্যানে আসছে না সেই কল্যান ফান্ড।

[৪] তারা অভিযোগ করে বলেন শুধু শ্রমিকদের চাঁদার টাকায় নয় বুড়িমারী থেকে তিস্তা পর্যন্ত বিভিন্ন পরিবহন থেকে কল্যান ফান্ডের নামে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অথচ সেই টাকার কোন হদিস নেই। পরিবহন শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে।

[৫] মানব বন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন শ্রমিকদের কল্যান ফান্ডের টাকা আত্মসাৎ করে নেতারা তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি,কিনেছেন জমি ও গাড়ি।

[৬] শ্রমিকদের রক্ত চুষে নেতারা কোটিপতি হয়েছে কিন্তু শ্রমিকদের বিপদে দাড়াচ্ছেন না তাদের পাশে। শ্রমিকদের কল্যান ফান্ড থেকে জমানো টাকা না দিলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারী করা হয়।

[৭] তবে লালমনিরহাট বাস মিনিবাস,ট্রাক ও ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিক কল্যান্ ফান্ডর টাকা বিভিন্ন সময় শ্রমিকদের কল্যানে শেষ হয়েছে। তারা দু:স্থ শ্রমিকদের সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়