শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার এই দুঃসময়ে কোচদের অসহায়ত্বে পাশে নেই ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের ব্যপক বিস্তারের কারণে মাত্র এক রাউন্ড পর স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। যে কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের এককালীন সহায়তা দিলেও কোচিং স্টাফরা পড়েছেন বিপাকে।

[৩] কোচদের পাশে দাঁড়াতে বা আর্থিক সহায়তা দিতে ক্লাব থেকে যোগাযোগ করা হয়নি এখনও। বোর্ডের চুক্তির বাইরে থাকা কোচরা বিসিবিকে পাশে চান। তবে তাদের কাছ থেকেও কোনো সাড়া পাচ্ছেন না তারা।

[৪] ২০১৬-১৭ মৌসুমের পর এবার প্রিমিয়ার লিগে ফেরা পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ রেজাউল হক জানালেন, করোনার মাঝে নিজেদের পরিস্থিতির কথা। ক্লাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হতাশ হতে হয়েছে তাদের। ক্লাব ফোন ধরে না, কিছু বলেও না। ম্যাসেজ দিলেও রিপ্লাই দিচ্ছে না। ফোন ধরলেও সার্বিক পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থা এসব নিয়ে কথা বলে। টাকা-পয়সার ব্যাপারে কিছু বলে না। লিগ শুরুর আগে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেওয়ার কথা সবাইকে। আমি সেটাও পাইনি।

[৫] প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ওল্ড ডিওএইচএস কোচ নাসিরউদ্দিন ফারুক বলেন, ‘আমাদের সাথে ক্লাবের সেভাবে কোন কথা হয়নি। যোগাযোগতো সবসময়ই থাকে সবার সাথে কিন্তু আর্থিক ব্যাপারে কোন কথা হয়নি। ক্লাব কি ভাবছে সেটা আসলে আমাদের জানা নেই। আসলে পুরো ব্যাপারটিতো প্রাকৃতিক, এখানে কারও হাত নেই। এমন পরিস্থিতি আসলে কাউকে কিছু বলাও যাচ্ছেনা।’ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়