শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত রেনু বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৩] বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১টার সময় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ। নিহত রেনু বেগম কামারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর মেয়ে ও উয়ার্শী ইউনিয়নের নবগ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

[৪] পরিবার সূত্র জানায়, রেনু বেগম ২৩ এপ্রিল অসুস্থ অবস্থায় ঢাকার মিরপুর থেকে গ্রামের বাড়ি কামারপাড়া আসে। ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করতে আসে। পরে ২৭ এপ্রিল করোনা টেস্টে পজেটিভ আসে। নিহতের একমাত্র ছেলে দেলোয়ার হোসেন টাইফন দেশের বাইরে সেনাবাহিনীর মিশনে আছেন। স্বজনদের অনুমতিতেই তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকার রায়ের বাজার বধ্যভূমি নতুন কবরস্থানে দাফন করা হবে।

[৫] এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, বৃহস্পতিবার রাত ১ টার করোনা আক্রান্ত নারী রেনু বেগম মৃত্যুবরণ করেছেন। আল মারকাজুল নামের একটি সংগঠন তাকে রায়ের বাজার বধ্যভূমি নতুন কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

[৬] উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ঢাকা ফেরত অসুস্থ্য ঐ বৃদ্ধার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। দুদিন পর (২৭ এপ্রিল) রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত বলে জানা যায়। পরে ২৮ এপ্রিল তাকে স্বাস্থ্য বিভাগের নানা সমন্বয়হীনতায় দীর্ঘ ১৪ ঘণ্টা পর উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একই উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের করোনা আক্রান্ত আরও এক যুবককে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়