শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে তাবলিগ জামাতের ১০ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট : ভারতে তাবলিগ জামাতের ১২ সদস্যকে আটক করা হয়েছে, যার ১০ জনই বাংলাদেশি। কোয়ারেন্টিন শেষে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অন্যত্র অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, দিল্লির নিজামুদ্দিন মার্কাজে গত মার্চে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেওয়া ১২ জনকে মধ্যপ্রদেশের শিবপুর থেকে আটক করা হয়েছে। এদের ১০ জন বাংলাদেশি, বাকি দুজন পশ্চিমবঙ্গের। এ ১২ জন স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কোয়ারেন্টিন শেষে এখানে অবস্থান করছিলেন। তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে তিন স্থানীয়কেও আটক করা হয়েছে।

শিবপুরের পুলিশ সুপার সম্পাত উপাধ্যায় বলেন, ‘তাবলিগ জামাতের যাদেরকে করোনা ছড়ানোর অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছিল, এই ১২ জন সে তালিকায় রয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ এসেছে।’

গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হন। তাবলিগের এ সমাবেশে অংশ নেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে ভারত। এ তালিকায় ৭৩ বাংলাদেশি ছিলেন, যার মধ্যে এ ১০ জনও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়