শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সিগঞ্জে ঘরে টিভি দেখার সময় বোমা বিস্ফোরণে ৩ স্কুলছাত্র আহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : [২] বুধবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে মহসিন প্রধানের ঘরের ভেতর ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

[৩] এতে গুরুতর আহত অবস্থায় মো. হাসান মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং অপর আহত সাকিবুল ইসলাম ও মো. রাব্বি মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই উপজেলার বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

[৪] গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মহসিন প্রধানের বসত-ঘরের ভেতর বসে তার ছেলে সাকিবুলসহ তিন স্কুলছাত্র টেলিভিশন দেখছিল। তারা মামাত-ফুপাত ভাই। টেলিভিশন দেখার একপর্যায়ে ঘরের ভেতর বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। এতে বোমার স্পিন্টারে ওই ৩ ছাত্রের শরীর ক্ষতবিক্ষত হয়।

[৫] রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার হাসান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৬] ওসি আরও জানান, বোমা বসত-ঘরের ভেতর মজুদ ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। টিভি দেখার সময় পাশের কক্ষ থেকে বালিশ আনতে গেলে ওই বোমার বিস্ফোরণ ঘটে। তবে স্কুল ছাত্রদের অবস্থা খারাপ থাকায় বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

[৭] এ ব্যাপারে মো. মহসিন প্রধান জানান, রাতে তারাবি নামাজ আদায় করার পর ঘরের ভেতর তার ছেলেসহ মামাত-ফুপাত ৩ ভাইকে টিভি দেখা অবস্থায় দেখতে পান। তার কিছুক্ষণ পর আকস্মিক ঘরের ভেতর বোমা বিস্ফোরণে বিকট শব্দে তিনি ছুটে এসে দেখেন তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এর বেশি কিছু বলতে পারেন না তিনি। সম্পাদনা: জেরিন আহমদে

  • সর্বশেষ
  • জনপ্রিয়