শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাজয়ী ব্যক্তিকে প্রধান অতিথি করে চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

সময় টিভি অনলাইন : বরিশালের প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর তাকে প্রধান অতিথি করে ত্রাণের চাল বিতরণ করেছেন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল বারী মনির।

জনগণের মাঝ থেকে করোনাভীতি কাটাতে এবং জনসচেতনতা সৃষ্টি করতে এই উদ্যোগ নেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চরগোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় করোনাজয়ী একই ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুর রব মুন্সীকে (৫০)। তিনি বরিশালের প্রথম করোনা (১২ এপ্রিল) আক্রান্ত দুইজনের একজন ছিলেন তিনি।

শের-ই-বাংলা মেডিকেলের করোনা ইউনিটে ২২দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি ফিরেছেন আব্দুর রব।

পরদিন বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড়শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করে চমক সৃষ্টি করেন চরগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল বারী মনির।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি করোনা জয়ী আব্দুর রবকে দেখতে কয়েকশ মানুষ ইউনিয়ন পরিষদ চত্বরে ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে আব্দুর রব মুন্সী বলেন, করেনায় আক্রান্ত হলেই ভয় পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে চিকিৎসা নিলে আক্রান্ত প্রায় সকলে সুস্থ হতে পারেন। এ ভাইরাস থেকে পরিত্রাণ পেতে সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্য বিভাগের দেয়া অন্যান্য নিয়মকানুন মেনে চলা এবং যার যার ধর্মানুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান করোনা জয়ী রব মুন্সী।

চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল বারী মনির বলেন, স্থানীয় কাজীরচর গ্রামের বাসিন্দা আব্দুর রব মুন্সী পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থাকেন। লকডাউনের মধ্যে গত ৭ এপ্রিল রব মুন্সী একা গ্রামে এসে জ্বর-সর্দিতে আক্রান্ত হন। এ নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পরামর্শে গত ৮ এপ্রিল রব মুন্সী শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ১২ এপ্রিল বরিশালে প্রথমবারের মতো শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন দুই রোগীর দেহে করোনা শনাক্ত হয়। যার মধ্যে রব মুন্সী একজন।

স্থানীয়রা মনোযোগ সহকারে রব মুন্সীর করোনা জয়ের গল্প শুনেছেন। এতে তারা অনেকেই সচেতন হবেন বলে আশা চেয়ারম্যান শামসুল বারী মনিরের।

এই অনুষ্ঠানের কারণে করোনা জয়ী রব মুন্সী ও তার পরিবারের সদস্যদের এখন আর কেউ এড়িয়ে চলবে না এবং তারা হেয়-প্রতিপন্ন হবে না বলে আশা করছে বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়