শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনে করোনা হাত থেকে শিশুদের রক্ষার অজুহাতে সমুদ্র তীরে জীবাণুনাশক স্প্রে

ইয়াসিন আরাফাত : [২] দেশটির কাদিজ অঞ্চলের জাহারা দ্য লস আতুনস নামের একটি অবকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ ট্রাক্টর ব্যবহার করে সমুদ্র তীরের ২ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে জীবাণুনাশক ছিটিয়েছে। পরিবেশবাদীরা বলছেন, এর ফলে সেখানকার বাস্তুসংস্থানের মারাত্মক ক্ষতি হবে। বিবিসি

[৩] স্পেনের সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাদিজ অঞ্চলের একটি স্বেচ্ছাসেবী পরিবেশবাদী গ্রুপের প্রধান মারিয়া ডোলারিস ইগলিসিয়াস জানিয়েছেন, তিনি নিজে ওই সমুদ্র তীর এলাকা ঘুরে ক্ষতির পরিমাণ দেখে এসেছেন। তিনি বলেন, ‘জীবাণুনাশকে মাটির সবকিছু মরে গেছে, কোনও কিছুই দেখা যায় না, এমনকি কিট পতঙ্গও নেই।

[৪] তিনি আরও জানান, ওই এলাকাটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পাখিদের বাসস্থান ও ডিম পাড়ার জন্য সংরক্ষিত, কিন্তু সেখানে একটি পাখির বাসাও তার চোখে পড়েনি। এছাড়া ট্রাক্টরের চাকায় নষ্ট হয়ে যাওয়া পাখির ডিমও দেখেছেন তিনি।

[৫] মারিয়া ডোলারিস ইগলিসিয়াস বলেন, ব্লিচ খুব শক্তিশালী জীবাণুনাশক, এটি রাস্তা বা অন্য কোনও জায়গার জীবাণু মেরে ফেলতে ব্যবহার করা যৌক্তিক কিন্তু এখানে যে ক্ষতি হয়েছে তা নৃশংস।

[৬] তিনি জানান লকডাউনের কারণে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ায় সমুদ্র তীরে বণ্যপ্রাণী চরে বেড়াতে শুরু করে। এরমধ্যেই জীবাণুনাশক ছেটানো হয়েছে। তিনি বলেন, সমুদ্র তীরের নিজেরই পরিষ্কার রাখার ব্যবস্থা আছে জীবাণুনাশক ছেটানোর দরকারই ছিলো না।

[৭] জানা গেছে, ভাইরাসটির বিস্তার ঠেকাতে গত ১৪ মার্চ স্পেনে কঠোর লকডাউন আরোপ করা হয়। প্রায় দেড়মাসেরও বেশি সময় পর গত ২৬ এপ্রিল থেকে প্রথম বারের মতো বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেয়েছে দেশটির শিশুরা। এর একদিন আগেই জাহারা দ্য লস আতুনস অবকাশ কেন্দ্র কর্তৃপক্ষ সমুদ্র তীরে জীবাণুনাশক ছেটায়। ডেইলি মেইল

[৮] তবে সমালোচনার পর ক্ষমা চেয়েছে সেখানকার কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তা অগাস্টিন কোনেজো বলেন, আমি স্বীকার করছি এটা ভুল, কিন্তু ভালো উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছিল। ছয় সপ্তাহ ঘরে বন্দি থাকা শিশুদের মধ্যে যারা সমুদ্র দেখতে আসবে তাদের নিরাপদ রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

[৯] সেখানকার আঞ্চলিক সরকার স্থানীয় কর্তৃপক্ষকে জরিমানা করার কথা বিবেচনা করছে। ডেইলি এল পাইস

  • সর্বশেষ
  • জনপ্রিয়