শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অভিযান, ভেজাল ঘি উদ্ধার, মূল্য তালিকা না থাকায় জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি :[২] চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী খ্যাত খাতুনগঞ্জ, বক্সিরহাটে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল ঘি ও মেয়াদ উত্তীর্ণ দুধ জব্দ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

[৪] বুধবার সকালে নগরীর খাতুনগঞ্জ, বক্সিরহাট, নবাব সিরাজউদ্দৌলা সড়ক এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়। এসময় মূল্য তালিকা ও অতিরিক্ত মূল্যে আদা বিক্রি করায় ৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে, ক্সির হাট বাজারে এন জে স্টোর, নূর স্টোর, কফিল সওদাগরের মাংসের দোকান, জমির সওদাগরের মাংসের দোকান, খাতুনগঞ্জ এর মেসার্স পালিত এণ্ড ব্রাদার্স, মশলাপাতি স্টোর ও মেসার্স জাহঙ্গীর এণ্ড সন্স, নবাব সিরাজউদ্দৌলা সড়কে সাব এরিয়া বাজারে আঞ্জুমান স্টোর, মেসার্স খামারী।

[৬] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

[৭] জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
শহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়