শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ বার রূপ পাল্টেছে করোনা ভাইরাস জানালেন, দুই বাঙালি বিজ্ঞানী

মাজহারুল ইসলাম : [২] যাঁদের গবেষণা নতুন করে করোনা শত্রুর চরিত্র চিহ্নিত করতে সাহায্য করছে। এঁরা হলেন কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জেনোমিক্সের বিজ্ঞানী ডঃ পার্থ মজুমদার এবং অধ্যাপক নিধান বিশ্বসে। তাঁদের করা গবেষণা ভ্যাকসিন তৈরীর ক্ষেত্রে রসদ যোগাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ওই দুই বিজ্ঞানী জানিয়েছেন, করোনা ভাইরাসের 'A2a' নামক চরিত্র অন্যান্য চরিত্রগুলোকে পিছনে ফেলে বিশ্বজুড়ে সংক্রমণে প্রথম সারিতে রয়েছে। তাঁদের এই নজিরবিহীন গবেষণা নিশ্চিতভাবেই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে অনেকটা অক্সিজেন দেবে।

[৩] এই গবেষণা পত্রিকাটি প্রকাশ করে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আই সি এম আর। সেখানেই প্রকাশিত হবে এই গবেষণা পত্র। চলতি সপ্তাহেই এই বিষয়ে গবেষণাপত্রটি ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে স্বীকৃতি পেতে চলেছে। ওই দুই বাঙালি বিজ্ঞানী গবেষণা করে দেখিয়েছেন করোনা ভাইরাসের ‘A2a’ রুপটি মানুষের ফুসফুসে বেশি সংখ্যায় প্রবেশ করে সংক্রমণ করতে পারে। এর আগে SARS-COV ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ বছর আগে ৮০০ জনের মৃত্যু হয়েছিল। সংক্রমিত হয়েছিলেন ৮হাজার জন। যদিও ওই ভাইরাসও ফুসফুসকেই সংক্রমিত করত। কিন্তু করোনা ভাইরাসের এই 'A2a' রূপটির মত নয়। গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের এই রূপটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে সংক্রমিত করতে পারে।

[৪] তাই এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ভাইরাসের প্রকৃতি, জেনেটিক টাইপ, এবং তা কীভাবে ফ্রেন্ড প্রোটিন বা বন্ধু প্রোটিন খঁুজে শরীরে জাঁকিয়ে বসছে সেটা দেখা দরকার। সেক্ষেত্রে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত ভ্যাকসিন তৈরীর ক্ষেত্রে শত্রুকে চেনা প্রয়োজন। ৪ মাস আগে চীনের উহান শহরে ‘O' রূপের ভাইরাসকে দেখা গিয়েছিল। ওই গবেষকদের গবেষণা বলছে বর্তমানে এই 'A2a' রূপটি করোনা ভাইরাসের অন্যান্য সব রূপকে পিছনে ফেলে দিয়েছে।

[৫] বিজ্ঞানী পার্থ মজুমদার বলছেন, গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস এর সব চরিত্রের মধ্যে A2a চরিত্রটি সবথেকে বেশি আক্রমনাত্মক। ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল জিনোমিক্সের বিজ্ঞানীরা এই গবেষণাটির জন্য GISAID নামক একটি ডেটাবেস থেকে সারাবিশ্বের RNA’এর সিকুয়েন্স ডেটা সংগ্রহ করেছেন। মূলত বিজ্ঞানীরা ৩৬০০ RNA সিক্যুয়েন্স ডাটা সারাবিশ্বের ৫৫ টি দেশ থেকে গত ডিসেম্বর মাস থেকে ৬ এপ্রিল পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। গবেষণার প্রথম পর্যায় এই দুই বাঙালি বিজ্ঞানী দেখিয়েছেন চীনের পর থেকে করোনা ভাইরাস তার পাল্টে যাওয়া চরিত্র নিয়ে চীন ও সারাবিশ্বে ছড়াতে শুরু করেছে।
[৬] বিজ্ঞানী ডক্টর পার্থ মজুমদার বলছেন, ‘করোনা ভাইরাস এর একাধিক চরিত্র হয়, যেমন "O, A2, A2a, A3, B, B1... এমন ১১ চরিত্রে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এই গবেষণায় প্রাথমিকভাবে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের অন্যান্য চরিত্রগুলি পিছনে ফেলে A2a চরিত্রের ভাইরাসটি খুব শক্তি নিয়ে ফুসফুসকে সংক্রমিত করছে। যার জন্যই এর সংক্রমনের সংখ্যা বাড়ছে। ভাইরাসের এই চরিত্র খুব বেশি মৃত্যুর কারণ না হলেও, এর অনেকটাই সংক্রমিত করার শক্তি রয়েছে। সেক্ষেত্রে সারাবিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস মোকাবিলার জন্য প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন তৈরি উদ্যোগ নেয়া হচ্ছে, তখন এই গবেষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

[৭] ডক্টর মজুমদার বলেছেন, আমরা গবেষণাপত্রে শেষ জায়গায় বলেছি, করোনা ভাইরাসের এই চরিত্র সবথেকে বেশি সংক্রমিত করছে সারা বিশ্বজুড়ে। তাই যখন ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে তখন ভাইরাসের এই চরিত্রটিকে মাথায় রেখেই যেন করা হয়। মূলত এতদিন ধরে করোনা ভাইরাস নিয়ে গবেষণা হলেও এই প্রথম কোন বিজ্ঞানী দেখালেন করোনা ভাইরাসের কোন চরিত্র সব থেকে বেশি আক্রমণ করছে গোটা বিশ্বকে। ইতোমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর জার্নাল ইন্ডিয়ান জার্নাল ফর মেডিকেল রিসার্চে এই গবেষণাটি স্বীকৃত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা ভ্যাকসিন তৈরিতে একটা অত্যন্ত জরুরি অস্ত্র হাতে তুলে দিল। নিউজ১৮বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়