শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নকল পণ্য তৈরীর কারখানা সিলগালা, জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : [২] ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে একটি নকল পণ্য তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এখানেই ভেজাল মিশ্রিত করে বিভিন্ন জাতের ফলের জুস, সয়াবিন তেলসহ ব্যবহার্য
বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করা হতো।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে খবর জানতে পেয়ে প্রশাসন সিলগালা করে দিলো ওই নকল পণ্যের তৈরীর কারখানা। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

[৪] এসময় কারখানাটিকে সিলগালা করে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমান নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চা পাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

[৫] অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়