শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কোভিড-১৯ হাসপাতালে কাজ করছেন ৫ হাজার ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী

লাইজুল ইসলাম : [২] বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার জানান, ঢাকায় এই পরিমান লোকজন কাজ করছে। বিভিন্ন গণমাধ্যমে যাতে কোনো ধরণের ভুল সংবাদ প্রচারিত না হয় সেজন্য এই তালিকা প্রকাশ করা হলো। এতে কত জন চিকিৎসক, কতজন নার্স ও কতজন স্বাস্থ্যকর্মী কাজ করছে তা স্পষ্ট করে দেয়া আছে।

[৩] আয়েশা আক্তার বলেন, তালিকার ১৪টি হাসপাতালে কাজ করছে ৪ হাজার ৭’শ ৭৭ জন স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে চিকিৎসক আছেন ১ হাজার ৪’শ ৪৩ জন। নার্স আছেন ১ হাজার ৮’শ পাঁচ জন। অন্যান্য স্টাফ আছেন ১ হাজার ৫’শ ২৯ জন।

[৪] এরমধ্যে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ডাক্তার আছেন ৯৩, নার্স ১২০ ও অন্যান্য স্টাফ ৯৮ জন। কুমিটোলা জেনারেল হাসপাতালে ২১৬ চিকিৎসক, নার্স ৩৪৪ ও অন্যান্য স্টাফ ২২০, সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসক ২০, নার্স ৭২, অন্যান্য স্টাফ ১৩, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ১৫৬ চিকিৎসক, নার্স ৬৭ ও অন্যান্য ২২, ঢাকা মহানগর হাসপাতাল ৩৪, নার্স ৪২ ও অন্যান্য ৯৪, রেলওয়ে হাসপাতাল চিকিৎসক ২৩, নার্স ১৮ ও অন্যান্য স্টাফ ১৮, রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর ১১ চিকিৎসক, ২০ নার্স, সাজেদা ফাউন্ডেশনে ১০ চিকিৎসক, নার্স ১৭ ও অন্যান্য স্টাফ ৮০ জন, রাজারবাগ পুরিশ হাসপাতালে নেই একজনও, লালকুঠি হাসপাতালে ৩৭ চিকিৎসক, ৩৯ নার্স, ১২৬ অন্যান্য স্টাফ, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৩২০ ডাক্তার, ৪৮০ নার্স, ২০১৪ অন্যান্য স্টাফ, মুগদা মেডিকেলে ৩২০ ডাক্তার, নার্স ৩০৪ ও অন্যান্য স্টাফ ৪২২, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর চিকিৎসক ২০৩, নার্স ২৮২ ও অন্যান্য স্টাফ ২৩২ জন।

[৫] এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, প্রতিদিন কিছু কিছু চিকিৎসক আক্রান্তের খবর সবাই পেয়ে থাকেন। কিন্তু তারপরও এতগুলো চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। সবাই সহায়তা করলে এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারবো আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়