শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভৈরবে করোনা জয় করে বাড়ি ফিরলেন সাংস্কৃতিক কর্মী

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] ভৈরব উপজেলার সাংস্কৃতিক কর্মী আর্থ কিশোর করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে ভৈরব শহরের ভৈরবপুর এলাকার বাসায় যান তিনি।

[৩] ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত ১২ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

[৪] স্থানীয় সূত্র জানায়, ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের ফার্মেসি রয়েছে আর্থ কিশোরের। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার মাঠের বাজার এলাকায়। পরিবারসহ দীর্ঘদিন ধরে ভৈরবে বসবাস করছেন তিনি। ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি আর্থ কিশোর। একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন ভৈরবে প্রথম রোগী পুলিশের এসআই মো. চাঁন মিয়া।

[৫] আর্থ কিশোর বলেন, করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে খুব ভয় পেয়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও আতঙ্কিত ছিল। ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা করি আমি। দোকানে ক্রেতার সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছিলাম। মনোবল শক্ত রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সহযোগিতায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হই। অনেক শক্তি ও মনোবল নিয়ে হাসপাতালে ছিলাম। চোখের সামনে কয়েকজন করোনা রোগী হাসপাতালে মারা গেল। তবে আমি নিয়ম মেনে ওষুধ সেবন করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমাকে সুস্থ করে দেন। আমার মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এলাম আমি।

[৬] ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, আর্থ কিশোর ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তার সুস্থ হওয়ার খবরে আমরা খুশি । সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়