শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে দুটি কলোনি ও ২টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন

রাজু চৌধুরী : [২] নগরীর ইপিজেড এলাকার তালতলা ও বায়েজিদ থানাধিন বাংলা বাজার এলাকার দুটি কলোনি ও ২টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন।

[৩] মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) এ ভবনগুলো লকডাউন করেন।

[৪] সিটিএসবি জানায়, নগরীতে নতুন তিনজন করোনা রোগী শনাক্তের বিষয়টি মঙ্গলবার রাত ১০টায় সিভিল সার্জন নিশ্চিত করার পর উক্ত দুটি কলোনী ও ২টি ভবন লকডাউন করা হয়। এর মধ্যে দুটি কলোনী ও ১টি ৬ তলার ভবন ইপিজেডের তালতলা এলাকায়।

[৫] অপরটি বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার এলাকায় ৪ তলা ভবন। সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বলেন, লকডাউনকৃত কলোনী ও ভবন ১৪ দিন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবে।

[৬] এ সময়ের মধ্যে কেউ উক্ত কলোনী ও ভবনে প্রবেশ করতে পারবে না। আবার কেউ বেরও হতে পারবে না। আরও জানায়, সিভিল সার্জনের ঘোষণায় দামপাড়া পুলিশ লাইনের একজন পুলিশ সদস্যও ছিল। তিনি ইতোমধ্যে পুলিশ লাইনের হাসপাতালের আইসোলেশনে আছে। সে জন্য সেখানে লকডাউন করার প্রয়োজন হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়