শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দের কিন্ডারগার্টেন শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন

কামাল হোসেন : [২] রাজবাড়ীর গোয়ালেন্দ তালিকাভুক্ত ১৮টি এবং এর বাইরে বেশ কিছু কিন্ডারগার্টেন রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে এগুলো বন্ধ রয়েছে। অভিভাবকরাও বন্ধ রেখেছে প্রাইভেট। ফলে তাদের উপার্জন নেই।

[৩] কয়েকজন শিক্ষক জানান, কিন্ডারগার্টেনে শিক্ষকতা ও প্রাইভেট পড়িয়ে কোন রকম পরিবারের খরচ সামাল দিই। এমনিতেই ঠিকভাবে বেতন পাই না, তার ওপর চলছে লকডাউন। পরিবার নিয়ে বিপাকে রয়েছি।

[৪] শেখ আনছার আলী ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মৌলভী আজিজুল হাকিম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মাসিক বেতন সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে ফেব্রুয়ারি ও মার্চের বেতন পাননি শিক্ষকসহ কর্মচারিরা।

[৫] প্রেসিডেন্সি ইন্টারন্যাশনার স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা সরকারি কোন সুযোগ- সুবিধা পান না। এই দুর্যোগেও তারা সরকারি বা বেসরকারিভাবে সহায়তা না পাওয়ায় দুঃসময় পার করছেন। এরা লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে বা লম্বা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছে না; আবার সংসারও চলছে না।

[৬] গোয়ালন্দ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ জানান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনের মাধ্যমে আবেদন করা হয়েছে। প্রধান শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের কর্মচারিদের সহায়তা দিচ্ছেন।

[৭] গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, তালিকাটি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছি। আশা করছি তারা সহায়তার আওতায় আসবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়