শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের হটস্পট ৭৫ ভাগের বেশি আক্রান্ত ঢাকা বিভাগে

আরিফ হোসেন: [২] দেশে করোনা সংক্রমণের বিপজ্জনক হটস্পট রাজধানী ঢাকা। মোট আক্রান্তের অর্ধেক মানুষ সংক্রমিত হচ্ছে সবচেয়ে ঝুঁকিতে থাকা এই শহরে। ঘনবসতি, চিকিৎসা আর বানিজ্যিক কেন্দ্রবিন্দু হওয়ায় ঢাকার পাশাপাশি সংক্রমণের পরবর্তী হটস্পট নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী। নিউজ ২৪

[৩] ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর প্রথম ক্লাষ্টার সংক্রমণ ধরা পড়ে মাদারীপুরে। সেই ক্লাষ্টার বা গুচ্ছ সংক্রমণ ছড়িয়ে পড়ে রাজধানীর হাসপাতালসহ বিভিন্ন এলাকায়। সংক্রমণ রূপ নেয় কমিউনিটি ট্রান্সমিশনে।

[৪] সবচেয়ে ঘনবসতির ঢাকায় সংক্রমণ যখন উর্ধ্ব গতিতে ছড়ায় তখন দেশে মোট আক্রান্তের অর্ধেক রোগী শনাক্ত এই শহরে। ঝুঁকি পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। লকডাউন জারি হয় রাজধানীর অর্ধ শতাধিক এলাকায়। আক্রান্তের দিক থেকে ঝুঁকি ছড়াতে থাকে রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ মোহাম্মদপুর মিরপুরসহ অনেক এলাকায়।

[৫] দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ২৪ শতাংশই ২১ থেকে ৩০ বছর বয়সী। আর মৃত্যুহারেও দেশের সবচেয়ে বেশি সংখ্যা রাজধানীতে। দেশের ৭৫ ভাগের বেশি আক্রান্তও ঢাকা বিভাগে।

[৬] ঢাকার পর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে আক্রান্ত ও সংক্রমণ বাড়ছে জ্যামিতিক হারে। উর্ধ্বমুখী সংক্রমণের একমাত্র হিসেবে রাজধানী কেন্দ্রিক ঘণবসতি, চিকিৎসা ও বানিজ্যিক কেন্দ্রস্থলকেই দুষছেন বিশেষজ্ঞরা।

[৭] রাজধানীতে নগর প্রাশাসনিক কাঠামো তৈরি হলেও নেই জনসংখ্যা অণুপাতে ওয়ার্ড চিকিৎসা কাঠামো। যাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ঢাকাকে ঝুঁকিমুক্ত করতে নিয়ন্ত্রণ করতে হবে ক্লাষ্টার সংক্রমণ। সক্রিয় রোগী শনাক্তের মধ্য দিয়ে চালু করতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়