শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহকর্মী করোনা পজিটিভ নিরাপত্তা চেয়ে চৌগাছায় ডিভাইন গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

বাবুল আক্তার, (যশোর) চৌগাছা প্রতিনিধি : একদিকে করোনা মহামারি অন্য দিকে গার্মেন্টসের চাকুরি, কি করবেন বুঝতে পারছেন না যেশোরের চৌগাছার ডিভাইন গার্মেন্টসের শ্রমিকরা। এরমধ্যে সেই গার্মেন্টসের এক সহকর্মী করোনা পজিটিভ। এ যেন মরার উপরে খাড়ার ঘা।

[৩] গার্মেন্টসে কাজ করাতে হলে দিতে হবে পূর্ণ নিরাপত্তা। অন্যথায় শ্রমিকরা কাজ করবেন না। এমন দাবী নিয়ে চৌগাছার ডিভাইন গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ করেছে।

[৪] ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত হলে শ্রমিকরা কাজের জন্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থার দাবী জানান। এসময় কাজে যোগদান না করলেও কাউকে চাকরিচ্যুত না করার আহবান করেন তারা।

[৫] উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মোবাইল ফোনে গার্মেন্টস মালিক হাসানুজ্জামান রাহিন ব্যবস্থা গ্রহন করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন। মালিকের আশ্বস্তের কথা শুনে বিক্ষোভ থামিয়ে দেন শ্রমিকরা।

[৬] গার্মেন্টসটিতে কর্মরত একজন নারী শ্রমিক করোনা পজেটিভ হলে ডিভাইন গ্রুপের চৌগাছা ফ্যাশনের কর্মীরা ১ম শিফটে কাজ শেষে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
[৭] চৌগাছা শহরে দুটি গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে। এখানে আশেপাশের কয়েকটি উপজেলার প্রায় ২ হাজার কর্মী কাজ করেন।

১১ জন করোনা রুগী সনাক্ত হওয়ায় ২৩ এপ্রিল থেকে গোটা চৌগাছা উপজেলা লকডাউনে রয়েছে। অন্যান্য স্থানের মত লকডাউনের মধ্যেই চৌগাছার ফ্যাক্টরী দুটিও চালু করেছে কর্তৃপক্ষ।

[৮] মঙ্গলবার(২৯ এপ্রিল) গর্মেন্টস কর্মী করোনা পজিটিভ হওয়ার বথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ওই নারী কর্মীর কাশি ও হালকা জ্বর থাকায় তাকে ফ্যাক্টরীতে ঢুকতে দেয়া হয়নি। এমনকি তার সংস্পর্শে যারা এসেছিল এমন কর্মীদের ছুটি দেয়া হয়েছে।

[৯] এবিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষকে কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়