শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার হটস্পট হওয়া সত্ত্বেও মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা খুলে দিয়েছেন ট্রাম্প

লিহান লিমা : [২]করোনার ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটগুলোতে প্রক্রিয়াজাতকরণ মাংসের খাদ্য সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় এক নির্বাহী আদেশে দেশটির সকল মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, এএফপি,সিএনএন

[৩]স্থানীয় সময় মঙ্গলবার আপদকালীন ‘ডিফেন্স প্রডাকশন অ্যাক্ট’ এর আওতায় এ নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এই বিপর্যয়ের মধ্যেও যাতে চিকেন, পর্ক-সহ অন্যান্য মাংসের সরবরাহ অব্যাহত থাকে তা নিশ্চিতে এই নির্দেশ দেয়া হয়েছে। কর্মরত অবস্থায় কোনো কর্মী করোনা আক্রান্ত হলে ওই প্রতিষ্ঠানকে সরকারীভাবে সহায়তা করা হবে।

[৪] শ্রমিক ইউনিয়নগুলো ট্রাম্পের এই নির্দেশের কড়া সমালোচনা করে বলছে, ‘হোয়াইট হাউস জীবন নিয়ে খেলছে। তারা শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার ওপর খাবারকে অগ্রাধিকার দিচ্ছে।’ ইউনাইটেড ফুড এন্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা খাদ্য সরবরাহ নিয়ে উদ্বিগ্ন কিন্তু শ্রমিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।’

[৫]এর আগে মাংস প্রক্রিয়াজাতকরণ কারাখানার কর্মীদের শরীরে করোনার জীবাণু শনাক্ত হওয়ায় ২০টির ও বেশি কারখানা বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে রয়েছে আইওয়া ও দক্ষিণ ডাকোটার দেশটির দুই বৃহত্তম চিকেন, হ্যাম ও বিফ প্রক্রিয়াজাতকরণ কারখানা। মাংস প্রক্রিয়াকরণ সংস্থা টাইসন ফুডস তাদের ওয়াটারলু ও লোয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে। অন্যদিকে সু ফলস ও সাউথ ডাকোটার প্ল্যান্টও বন্ধ রেখেছে মাংস প্রক্রিয়াকরণ সংস্থা স্মিথফিল্ড ফুডস।

[৬] হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, এ ধরনের কারখানা বন্ধ হলে মাংস সরবরাহ কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে। তাই জাতীয় জরুরি অবস্থায় এগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

[৭] যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মাংস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত ৬ হাজার ৫০০ কর্মী করোনা শনাক্ত হয়েছেন। মার গিয়েছেন ২০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়