শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি নিষিদ্ধ করলো ভারত

সালেহ্ বিপ্লব : [২] চিকিৎসার এই পদ্ধতিতে করোনা শনাক্ত ব্যক্তি সেরে ওঠার পর তার শরীরে রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে সেটা আরেক জন রোগীর শরীরে প্রবেশ করানো হয়। বেশ কয়েকটি কেসে সাফল্যের মুখ দেখার পর প্লাজমা থেরাপির পক্ষে একটা রব উঠেছিলো গোটা ভারতে। দিল্লিসহ কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয় প্লাজমা থেরাপি।  হিন্দুস্তান টাইমস, নিউজ১৮, ওয়ানইন্ডিয়াডটকম, এশিয়ানেটনিউজ

[৩] মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল বললেন, প্লাজমা থেরাপি আপাতত গবেষণার পর্যায়ে রয়েছে। যতদিন না ইন্ডিয়ান কাউন্সিল মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) অনুমোদন মিলছে, ততদিন দেশের কোথাও করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করা যাবে না।

[৪] যুগ্ম সচিব বলেন, শুধু প্লাজমা থেরাপি নয়, কোভিড-১৯ এর জন্য কোনও প্রমাণিত থেরাপি এখনও নেই। আমরা এমন কোনও প্রমাণ হাতে পাইনি, যার জন্য এই থেরাপিকে চিকিৎসা বলে উল্লেখ করতে পারি।

[৫] তিনি বলেন,  প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা চলছে। তবে আপাতত চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহারের কোনও প্রমাণ নেই। ইউএসএফডিএ (ইউ এস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) এটিকে গবেষণামূলক থেরাপি হিসেবেই দেখছে।

[৬] উল্লেখ্য, দিল্লিতে প্লাজমা থেরাপিতে কমপক্ষে পাঁচজন করোনাশনাক্ত সেরে উঠেছিলেন। তাদের শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছিল। এরপর রাজস্থানেও করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগের উদ্যোগ নেয়া হয়।

[৭] যুগ্ম সচিব জানান, প্লাজমা থেরাপির কার্যকারিতা  নিয়ে একটি জাতীয় পর্যায়ের গবেষণা করছে আইসিএমআর। যতক্ষণ পর্যন্ত আইসিএমআরের গবেষণা শেষ না হয় বা উপযুক্ত বিজ্ঞানসম্মত প্রমাণ না মেলে, ততক্ষণ আমরা এই থেরাপিকে শুধুমাত্র গবেষণা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করি।

[৮] এরই মধ্যে প্লাজমা থেরাপির ব্যবহার প্রসঙ্গে  এক প্রশ্নের জবাবে আগরওয়াল জানান, আইসিএমআরের অনুমোদনের আগে কেউ প্লাজমা থেরাপি প্রয়োগ করলে তা অবৈধ বলে বিবেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়