শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে আক্রান্ত ২ লাখ ছাড়াল, করোনামুক্ত এক বিভাগীয় অঞ্চল

সমকাল : [২] করোনায় বিধ্বস্ত ইতালিতে ফিরে আসছে আনন্দ ও উৎফুল্লতা। পুরো ইতালি যেন ঘুরে দাঁড়িয়েছে। দেশটির কিছু কিছু অঞ্চল করোনামুক্ত হতে শুরু করেছে। স্বাভাবিক হয়ে আসছে পরিস্থতি।

[৩] ইতালির একটি বিভাগীয় অঞ্চলে গত দুই দিনে নতুন করে কোন ব্যক্তি করোনায় সংক্রমিত হননি। আরও ছয়টি বিভাগীয় অঞ্চলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ জনের কম। দ্বিতীয় জনবহুল বিভাগ রাজধানী রোমসহ ছয়টি জেলা শহর নিয়ে গঠতি লাছিওতে সংক্রমিত হয়েছেন ৭৫ জন। শিগগিরেই দেশটির অন্যান্য অঞ্চল করোনামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

[৪] এদিকে গত ২৪ ঘণ্টয় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এসময় মৃত্যু হয়েছে ৩৮২ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও ২ হাজার ৩১৭ জন। সবমিলিয়ে এখন সংক্রমণের সংখ্যা ২ লাখ ১ হাজার ৫০৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের।

[৫] ইতালির করোনা সংশ্লিষ্ট বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, দেশটির সেবচেয়ে বেশি করোনা সংক্রমিত অঞ্চল বৃহত্তর লোম্বার্দিয়া। সকল বিভাগীয় অঞ্চলে কমে আসছে করোনায় সংক্রমনের হার। বিভাগীয় অঞ্চল বাসিলিকাতাতে গত দুই দিনে নতুন করে কোনও ব্যক্তি করোনায় সংক্রমিত হননি।

[৬] বিভাগীয় অঞ্চল মলিসে এবং কালাব্রিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন এক জন করে মোট ২ জন। ‘বোলজানো’ এবং ‘সার্দেনিয়া’ অঞ্চলে সংক্রমিত হয়েছেন ২ জন করে। ভিয়ালে দি আওস্ত অঞ্চলে নতুন করে ৮ জন এবং উমব্রিয়ায় গত ২৪ ঘন্টায় ৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

[৭] দেশটির সবচেয়ে জনবহুল অঞ্চল লোম্বার্দিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬৯ জন এবং সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ২৯ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৭৫ জন। এরপরে রয়েছে পিয়েমন্তে অঞ্চল যেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৫০ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৩৬ জনের। যেখানে গত একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৩৫২ জন।

[৮] এখনও নতুন করে আক্রান্ত হচ্ছে এমন অঞ্চলের মধ্যে আরেকটি হচ্ছে এমিলিয়া রোমানিয়া, যেখানে ২৫২ জন গত একদিনে এবং মোট ২৪ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভেনেতো অঞ্চল যেখানে গত ২৪ ঘণ্টায় ১২৯ জন এবং সব মিলিয়ে ১৭ হাজার ৭০৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়