শিরোনাম
◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ভালো নেই টিউশনি করে চলা স্যাররা

মাজহারুল ইসলাম : [২] কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এমনই একজন স্যারের নাম জাহাঙ্গীর আলম। ১৯৮৫ সালে এসএসসি পাস করেন তিনি। এরপর থেকে ওই এলাকায় টিউশনি শুরু করেন। এভাবে টিউশনির টাকা দিয়ে স্নাতক পাস করেন তিনি।

[৩] ১৯৯১ সালে পার্শ্ববর্তী ‘করতোয়ার পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি সরকারি এমপিওভুক্ত না হওয়া টিউশনি করেই সংসার চালাতে হয় তাকে। বাবা মারা যাওয়ার পর নিঃসন্তান জাহাঙ্গীর আলমের ওপর মায়ের দায়িত্ব পড়ে। সেই থেকে মা আর স্ত্রীকে নিয়ে ৩ সদস্যের সংসার চালান টিউশনির টাকা দিয়েই। পৈত্রিক সূত্রে বসতবাড়ির ৫ শতক জমিই তার একমাত্র সম্বল। প্রতিমাসে টিউশনি করে ৪ থেকে ৫ হাজার টাকা উপার্জন হলেও বর্তমানে বেকার বসে আছেন।

[৪] জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি বলেন, কবে যে করোনা ভাইরাস মুক্ত হবো। কিভাবে যে সংসার চালাই, আর যে চালাইতে পারছু না। কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র আলমগীর হোসাইন। ৪ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা ২ বছর আগে মারা যাওয়ার পর মায়ের দায়িত্ব পড়ে তার ওপর। ৩ ভাই বিয়ে করে আলাদা সংসার পেতেছে। ৩ বোনেরই বিয়ে হয়েছে। পৈত্রিক সূত্রে ৯ শতক জমি পেয়েছেন। আর মায়ের মিলে ১৮ শতক জমি চাষাবাদ করেন। টিউশনি করে লেখাপড়ার পাশাপাশি বাড়ির খরচও চালান। এখন সব বন্ধ। মাকে নিয়ে কষ্টে আছেন তিনি। কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাই ভাবছেন। শুধু জাহাঙ্গীরই না, টিউশনির টাকায় সংসার চলে সারা দেশে এমন লোকের সংখ্যা অনেক।

[৫] সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় অর্থনীতির চাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের জনসমাগম বন্ধ রাখার জন্য গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেন। ফলে কর্মজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়েন। সরকার এই ক্রান্তিকালে কর্মহীন মানুষের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করলেও চরম বিপাকে মধ্যবিত্তরা।

[৬] উলিপুর উপজেলায় কর্তৃপক্ষের অনুমোদিত ৮৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রায় ৪‘শ শিক্ষক প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান নাম মাত্র সামান্য অনুদান পেলেও বাকি ৮২টি মাদরাসার শিক্ষকরা কোচিং-টিউশনি করে কোনো রকম জীবন যাপন করে আসছিলেন। কিন্তু মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে এসব মানুষ পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। শিক্ষক হিসেবে সমাজের শ্রদ্ধার পাত্র হওয়ায় কারো কাছে হাত পাততে না পারায় অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তারা।

[৭] করোনার প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সরকার ও ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করলেও লোকচক্ষুর ভয়ে তারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছেন না। আত্মসম্মানবোধ তাদের বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঘরের মধ্যে না খেয়ে থাকলেও বের হচ্ছেন না। বুকভরা কষ্ট আর ব্যথা নিয়েই জীবনের বাস্তবতা মোকাবেলা করছেন তারা। কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়