শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিথিল হচ্ছে ইতালির লকডাউন

ইয়াসিন আরাফাত : [২] রোমের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, এখন ভাইরাসটির সঙ্গে সহাবস্থানের পর্যায় সবার জন্য শুরু হতে যাচ্ছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে সংক্রমণ আবারো বাড়তে পারে। এখনো ঝুঁকি আছে, আমাদের অবশ্যই এটা পদ্ধতিগতভাবে ও কঠোরতার সঙ্গে মোকাবিলা করতে হবে। ইউরো নিউজ

[৩] লকডাউন বিধিনিষেধ আগামী ৪ মের আগে শিথিল হচ্ছে না তা নিশ্চিত করে কন্তে বলেন, কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, পার্ক ও উদ্যানগুলোতে প্রবেশাধিকার বাড়বে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবে।

[৪] কন্তে জানান, ১৮ মে থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। যেমন জাদুঘর ও লাইব্রেরি খোলা হবে এবং ক্রীড়া দলগুলো বাইরে প্রশিক্ষণে ফিরতে পারবে। ১ জুনের মধ্যে সরকার ‘সেলুন, বিউটি পার্লার, ম্যাসাজ সেন্টার ও অন্য ব্যক্তিগত সেবা কার্যক্রম আরো ব্যাপকভাবে চালুর পরিকল্পনা করেছে। ডেইলি মেইল

[৫] তিনি জানান, উত্পাদন ও নির্মাণ খাতগুলো পুরোপুরি আবার চালু হবে, পানশালা এবং রেস্তোঁরাগুলোকে টেকওয়ে পরিষেবার অনুমতি দেয়া হবে। অবশ্য স্কুল এই পর্যায়ে বন্ধ থাকছে। নয়তো এক বা দুই সপ্তাহের মধ্যে ইতালি নতুন মহামারির মুখোমুখি হবে বলে সতর্ক করেন কন্তে।

[৬] বিধিনিষেধ শিথিল হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়েছেন ইতালির সরকার প্রধান। এ বিষয়ে তিনি বলেন, সামাজিক দূরত্বকে যদি আমরা পাত্তা না দেই তবে আবার সংক্রমণ বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আবার আমাদের মৃত্যুর হার বাড়বে। এতে আমরা আমাদের অর্থনীতিকে অপরিবর্তনীয় ক্ষতির মুখে ফেলবো। আপনি যদি ইতালিকে ভালোবাসেন, দূরত্ব বজায় রাখুন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়