শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ আরেকজন জামিলুর রেজা চৌধুরী পাবে না

ইমতিয়াজ মাহমুদ : অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই। ২৮ এপ্রিল ভোররাতে তিনি নিজ গৃহেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পেশাগতভাবে তিনি প্রকৌশলী এবং শিক্ষক ছিলেন বটে, কিন্তু আমরা তাকে কখনোই কেবল প্রকৌশলী বা কেবল শিক্ষক বা প্রকৌশল শিক্ষক হিসেবে দেখিনি। তিনি ছিলেন বাংলাদেশের অল্প কয়েকজন জ্ঞানী ব্যক্তিদের একজন যার কাছে বিশেষ প্রয়োজনের সময় জাতি যেকোনো পলিসি বিষয়ক সঠিক পরামর্শটি পেতে পারতো। আমি ব্যক্তিগতভাবে সুদর্শন এবং নিপাট ভদ্রলোক জামিলুর রেজা চৌধুরীকে খুবই পছন্দ করতাম। আমার চেনাজানা প্রকৌশলীদের দেখেছি তাকে জেআরসি নামে উল্লেখ করতো। আর সব প্রকৌশলীর মধ্যেই জেআরসি স্যারের জন্য দেখেছি গভীরের চেয়েও গভীর ভালোবাসা, বিস্ময়কর রকমের ভালোবাসা। বুয়েটে শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়, ওখানকার ভিসিও ছিলেন। চমৎকার চমৎকার একজন প-িত মানুষ ছিলেন। বলতেনও ভালো। তার বক্তৃতা শুনেছি দুয়েকবার। মৃদু কিন্তু দৃঢ়কণ্ঠে কথা বলতেন। সহজ স্পষ্ট বোধগম্য ভাষায় বলতেন। সেন্স অব হিউমারও ভালোই ছিলো। বিশিষ্ট লোকজনের মৃত্যু হলে লোকে একটা কথা বলে, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় একটা কথার কথা। কেউই তো আর ইন্ডিস্পেন্সিবল নয়। কিন্তু জেআরসির ক্ষেত্রে এই কথাটা একদম আক্ষরিকভাবেই ঠিক। বাংলাদেশ আরেকজন জেআরসি পাবে না। এ রকম মানুষ আজকাল আর হয় না। এই প্রজাতির মানুষ তারা বানানো বন্ধ করে দিয়েছে। আর হবে না। শেষ কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনিÑ তিনিও চলে গেলেন আজ। গভীর শোক ও শ্রদ্ধা। বিদায় জেআরসি। সালাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়