শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিপিই এর অভাবে নগ্ন হয়ে জার্মান ডাক্তারদের প্রতিবাদ

লিহান লিমা: [২]করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় জামাকাপড় ও জিনিসপত্রের অভাবের জন্য নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন জার্মানির একদল ডাক্তার। তারা বলছেন সুরক্ষা ছাড়া আমরা কতটা অনিরাপদ নগ্নতা তাই দেখিয়ে দিচ্ছে। দ্য গার্ডিয়ান

[৩] প্রতিবাদী ডাক্তারদের নেতৃত্বের দায়িত্বে থাকা রুবেন বারনাউ জানিয়েছেন, ‘ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হচ্ছে না। সুরক্ষা ছাড়া আমরা কতটা ঝুঁকিপূর্ণ তা বোঝাতেই এই নগ্ন প্রতিবাদ।’

[৪] চিকিৎসার সময় ডাক্তাররা নগ্ন হয়ে কেউ ফাইলের পেছনে, কেউ টয়লেট রোলের পেছনে, মেডিক্যাল জিনিসপত্র বা প্রেসক্রিপশনের পেছনে নিজেদের ঢেকে রেখেছেন। ডাক্তার জানা হুসেমান বলেন, ‘অবশ্যই আমরা রোগীদের চিকিৎসা করতে চাই। কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’

[৫] গত জানুয়ারিতে জার্মানিতে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বারবার পর্যাপ্ত পিপিই-র দাবি জানিয়ে আসছেন জার্মান ডাক্তাররা। তারা বলছেন, মাসের পর মাস ধরে পিপিই এর আবেদন জানালেও কোনো লাভ হয় নি।

[৬] জার্মান ফার্মগুলি যে পিপিই-র সরবরাহ করছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। মাস্ক, গগলস, গ্লাভস ও অ্যাপ্রনের সরবরাহ বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। অনেক জায়গায় আবার পিপিই-চুরি যাওয়ার ঘটনাও ঘটছে। এজন্য হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোও হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়