শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের পদত্যাগের দাবি

মনিরুল ইসলাম : [২] করোনা মহামারী রোধে ব্যর্থ হয়েছেন এ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম ঘেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করেছেন বিশ্বের ১০ লক্ষ মানুষ। অনলাইন পিটিশনে স্বাক্ষর করে তাকে পদত্যাগ করতে বলা হয়।

[৩] পিটিশনে স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, করোনা মহামারী রোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যত ব্যর্থ হয়েছে। বিবৃতি দেয়া ছাড়া এই সংগঠনের আর কোন কাজ নেই। তা ছাড়া গত ২৩ জানুয়ারি সংস্থাটি বিশ্ব জুড়ে মহামারীর ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং চীনের প্রতি পক্ষপাত দেখিয়েছে।

[৪] করোনা রুখতে ব্যর্থতার অভিযোগ তুলে WHO-এর মহাপরিচালকের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন তৈরি করা হয়। যাতে লেখা রয়েছে “গত ২৩ জানুয়ারি ২০২০ সালে টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করতে অস্বীকার করেন। আমরা সকলেই জানি করোনা ভাইরাসের কোনও চিকিৎসা নেই। সেদিনের পর মাত্র ৫ দিনে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে যায়। আর এর দায় অনেকাংশে টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের। তিনি এই ভাইরাসের ক্ষমতাকে গুরুত্ব দেননি। আমাদের মনে হয় টেড্রোস আধানম WHO-এর ডিরেক্টর-জেনারেলের পদে থাকার উপযুক্ত লোক নন। তাই, এখনই তাঁর পদত্যাগ করা উচিত।”

[৫] অনলাইনে এই পিটিশনটিতে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ সই করেছেন।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তার বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বেরও অভিযোগ এনেছেন পিটিশনকারীরা। তাঁরা বলছেন,WHO রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। কিন্ত টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস চীন যে মৃতের সংখ্যা বলছে, তা চোখ বন্ধ করে বিশ্বাস করছেন। কোনও তদন্তেরও প্রয়োজন বোধ করছেন না।

[৭] প্রসঙ্গত, WHO কর্তার বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের তাবেদারি করার অভিযোগে এনে বলেন, করোনায় আক্রান্ত ও মৃতের যে সংখ্যা দেখাচ্ছে চিন, তাতে গলদ আছে। আসল তথ্য চেপে গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে তারা। সূত্র কলকাতার সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়