শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্যদেশে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লাখ টেস্ট হচ্ছে সেখানে বাংলাদেশে ১০ লাখ মানুষের জন্য টেস্ট হয় ১৯৮টি: রুমিন ফারহানা

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সংসদ সদস্য বলেন, মানুষের জীবন নিয়ে বর্তমান সরকার ছিনিমিনি করছে যা কোনো দায়িত্বশীল সরকার করতে পারে না। করোনা প্রকৃত সত্য গোপন রাখা হচ্ছে। কিন্তু এটা ঠিক না। এই ভাইরাসের প্রকৃত সত্যটা মানুষকে জানাতে হবে। তাদেরকে গুরুত্ব দিয়ে বোঝাতে হবে। যেমনটা জামার্নীর চ্যান্সেলর তার দেশে জনগণকে সত্যটা বলেছেন। কিন্তু আমাদের দেশে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এভাবে তো হয় না।

[৩] ব্যারিস্টার রুমিন বলেন, আপনারা জানেন গণস্বাস্থ্য টেস্ট কিডস উদ্ভাবন করেছে। এটা কাজ করে কি করে না সেটা দেখবার জন্য সরকারকে বারবার অনুরোধ করছে। কিন্তু সেটাও সরকার নিচ্ছে না।

[৪] তিনি বলেন, এই জায়গাগুলোতে এখনো যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে বা রাজনৈতিক বিশ্বাসের উপরে জোর দেওয়া হচ্ছে এটা শুধু দুঃখজনক লজ্জাজনকই না, এটা জাতির জন্য আতংকেরও বিষয়।

[৫] সংসদ সদস্য বলেন, প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন। এবং সেখানেই প্রথমেই বলা হয়েছে পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা। যেহেতু এ রোগের কোনো ওষুধ নেই সুতরাং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

[৬] তিনি বলেন, আর এই জন্যই আগে আপনাকে অনুসন্ধান করতে হবে কারা এই রোগে সংক্রমিত হয়েছেন। তাদেরকে খুঁজে বের করতে হবে। আসলে আমাদের পর্যাপ্ত পরীক্ষার কিটস নেই। সেখানে ১৬-১৭ কোটি মানুষের জন্য প্রতিদিন মাত্র ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার টেস্ট। এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এই পরীক্ষা এমনই যে বিরাট একটি সাগরে এক বিন্দু পানির সমান।

[৭] মঙ্গলবার মোবাইল আলাপে ব্যারিস্টার রুমিন ফারহানা একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়