শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আমাদের ধারণার চেয়ে ভয়ঙ্কর হতে পারে [২] মারা যেতে পারে পূর্বানুমানের চেয়েও ৮ গুণ বেশি মানুষ, বলছে মডেল

আসিফুজ্জামান পৃথিল: [৩] করোনাভাইরাসে কি পরিমাণ মানুষ মারা যাবেন তা নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করছেন এই রোগে মৃত্যুহার হবে ০.১ থেকে ০.২ শতাংশ। ডেইলি মেইল, বার্কলে

[৪] ইউসি বার্কলে গবেষকরা ইতালির অতিরিক্ত মৃত্যু সংখ্যা নিয়ে গবেষণা করেছেন। উদ্দেশ্য ছিলো সেখানকার মৃত্যুহার নির্নয়।

[৫] এসব তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন ইতালিতে প্রকৃত মৃত্যুহার ০.৮৫ শতাংশ এবং নিউ ইয়র্ক সিটিতে ০.৫ শতাংশ।

[৬] বার্কলের মডেল অনুযায়ী নিউ ইয়র্ক সিটির এক চতুর্থাংশ মানুষ করোনাক্রান্ত। করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষা করে সেখানকার ২১ শতাংশ রোগীর মধ্যে এই রোগ পাওয়া গেছে।

[৭] এই গবেষণার প্রধান গবেষক বলছেন, এই বছর কেউ করোনাক্রান্ত হলে তার মৃত্যুর শঙ্কা দ্বিগুণ হয়ে যাবে। যদি বয়স ৬৫ এর নিচেও হয়, তবুও এই শঙ্কা কমবে না।

[৮] তারা বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্টিবডি পরীক্ষা বাড়ছে। ফলে রোগাক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

[৯] যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত অ্যান্টিবডি টেস্টিং কিট ৯৫ শতাংশ নির্ভুল। নিউ ইয়র্ক রাজ্যে ৭৫ হাজার জনের উপর এই পরীক্ষা করে দেখা গেছে তাদের ৭৫ শতাংশই এই রোগে আগে থেকে আক্রান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়