শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিংড়ির পোণা নিয়ে বিপাকে হ্যাচারি মালিকরা

রাজু আলাউদ্দিন : [২] করোনা পরিস্থিতিতে উৎপাদিত চিংড়ির পোণা নিয়ে বিপাকে পড়েছেন কক্সবাজারের হ্যাচারিগুলো। সঠিক সময়ে পোনা বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়ার পথে উৎপাদিত প্রায় ২০০ কোটি চিংড়ি পোণা।

[৩] চাষীরাও পোণা কিনছেন না বলে দাবি হ্যাচারি মালিকদের। তবে সরকার হ্যাচারি শিল্পকে সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে ক্ষতির আশঙ্কা নেই বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান।

[৪] কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোন। এখানে দেশের চিংড়ি উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয় ৫৫টির বেশি চিংড়ি পোনার হ্যাচারি। তবে চলতি মৌসুমে উৎপাদনে রয়েছে ৩০টি হ্যাচারি।

[৫] গত জানুয়ারি মাসে এসব হ্যাচারি প্রথম সার্কেলে উৎপাদিত প্রায় ২০০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করেছিল সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে। কিন্তু বর্তমানে করোনার কারণে এসব অঞ্চলের চাষিরা পোনা কিনছেন না বলে জানান হ্যাচারি মালিকরা। তাই হ্যাচারিগুলোতে দ্বিতীয় সার্কেলে উৎপাদিত প্রায় ২০০ কোটি চিংড়ি পোনা নষ্ট হওয়ার পথে। সাথে অনিশ্চিয়তায় রয়েছেন ৩ হাজার শ্রমিক।

[৬] করোনার কারণে দেশের চাহিদা অনুযায়ী চিংড়ি পোনা উৎপাদন বাধাগ্রস্ত এবং হ্যাচারিগুলো আর্থিক সংকটে পড়ছে বলে জানান শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম। তবে জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান জানান, সরকার হ্যাচারিগুলোকে সব ধরনের সহযোগিতা করছে। তাই এ শিল্পের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।

[৭] চলতি মৌসুমে কক্সবাজারের হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার কোটি। কিন্তু করোনার কারণে উৎপাদিত হয়েছে মাত্র ৪০০ কোটি পোনা। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়