শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বন্ধ সিনেমা হল [২] অনলাইনে ছবি মুক্তির প্রবণতা বাড়ছে

ইমরুল শাহেদ : [৩] চলচ্চিত্র ব্যবসায়ের গতিপথ বদলাতে শুরু করেছে। বিশ্বময় গবেষকরা ভাবছেন, করানাত্তোর বিশ্বের চেহারা বদলে যাবে। পরিবর্তন আসবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ জীবন যাপনের সর্বত্রই। কোনো কোনো শ্রেণীর মানুষের পেশায়ও আসবে রুপান্তর।

[৪] করোনা কালের সময়সীমা বেড়ে যাওয়ার কারণে চলচ্চিত্র ব্যবসায়ীরা আর স্থির থাকতে পারছেন না। হলিউডের কোনো কোনো ছবির মুক্তি দেড় থেকে দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নেটফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্ম চুপচাপ বসে থাকেনি। তারা এক্সট্রাকশন ছবিটি মুক্তি দিয়েছে। তাদের যুক্তি হলো করোনার লকডাউনে সব মানুষ এখন ঘরেই অবস্থান করছেন। তারা ছবিটি দেখতে পাবেন। সে আলোকেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া করোনার কারণে বিশ্বজুড়ে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এখন কোনো প্রযোজক পরিবেশক চাইলেও ছবি মুক্তি দিতে পারবেন না। এজন্য তামিল নির্মাতারাও অনলাইন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেওয়ার কথা ভাবছে।

[৫] এই তো ক’দিন আগে তামিল সুপারস্টার সুরিয়া তার প্রযোজিত এবং জৌতিকা অভিনীত ‘পোনমগল বনধল’ ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। এরপরই এটিসহ সুরিয়ার সকল সিনেমার উপর নিষেধাজ্ঞা দেয় তামিলনাড়ু থিয়েটার ওনার অ্যাসোসিয়েশন। কিন্তু দুই দিন আগে সংগঠনটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়েছে। এরপরই অন্তত ৩০ জন তামিল সিনেমার প্রযোজক অনলাইন প্ল্যাটফর্ম তথা ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে তাদের সিনেমা মুক্তি দেওয়ার অধিকার আছে বলে যৌথ বিবৃতিতে দাবি করেন।

[৬] তামিল প্রযোজকরা জানায়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে তাদের চলচ্চিত্র মুক্তির সুযোগ থাকা উচিৎ। বিবৃতিতে আরো জানানো হয়, ছোট ও মাঝারি বাজেটের চলচ্চিত্রগুলো সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির স্বাধীনতা তাদের থাকতে হবে। তারা আরো জানান, হিন্দি, তেলেগু ও অন্যান্য ভাষার সিনেমার প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র মুক্তি দেওয়ার মাধ্যমে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। সিনেমা মুক্তি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ছোট ও মাঝারি বাজেটের সিনেমার প্রিমিয়ার করার ক্ষেত্রেও সুফল পাচ্ছেন নির্মাতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়