শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন বললেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই পারে আমাদের আর্থিক ধাক্কা সামলাতে

এল আর বাদল : [২] সংকটের নাম করোনা ভাইরাস। গোটা অস্ট্রেলিয়া ক্রিকেটটাই কাহিল করোনার মারে। লকডাউনের জেরে ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আর্থিক কাঠামো। কর্মীদের বেতন দিতেও হাত দিতে হচ্ছে স্থায়ী সঞ্চয়ে। তাই একপ্রকার বাধ্য হয়েই প্রায় ৮০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৩] পরিস্থিতি এমনই যে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও এবার হাত পড়তে পারে। বোর্ডের এই টালমাটাল পরিস্থিতিতে উদ্বিগ্ন খোদ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। তিনি মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডই পারে এই আর্থিক ধাক্কা সামলে দিতে। -এনডিটিভি

[৪] ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার সময় এসে গিয়েছে। কিন্তু আর্থিক ধাক্কায় জর্জরিত অজি বোর্ড এখনও ক্রিকেটারদের জানাতে পারেনি আগামী মওশুমে তাদের কত টাকা করে দেওয়া হবে। পেইন বলছেন, আমরা কেউ লোভী নই। কিন্তু ক্রিকেটারদের জানা উচিত বোর্ডের আর্থিক পরিস্থিতি কেমন। আমাদের জীবনযাত্রা, যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত তাদের জীবনযাত্রা, সবটাই নির্ভর করে বোর্ডের আর্থিক পরিস্থিতির উপর। আমাদের যদি সত্যিই বেতন কমানো হয়, তাহলে সেটা তো আমাদেরও ভেবে দেখতে হবে।

[৫] এরপরই অজি অধিনায়ক ভারত নির্ভরতার কথা শোনান। তিনি বলেন, আমার মনে হয় আমাদের আর্থিক দিক থেকে খানিকটা নিরাপত্তা দিতে পারে নভেম্বরের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। উল্লেখ্য, আগের সূচি অনুযায়ী নভেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার একটি পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ হওয়ার কথা। কিন্তু সেই সিরিজ হবে কিনা তা নিয়ে সংশয় আছে।

[৬] পেইন বলছেন, আশা করবো ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সময়মতো শুরু হবে। সেটা হলে আমাদের সমস্যা অনেকটা মিটবে। প্রায় ২৫ থেকে ৩০ কোটি ডলার রোজগার হবে। উল্লেখ্য, করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মরিয়া একাধিক দেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে সামনের সারিতে। -সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়