শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্প্রীতির অটুট বন্ধন দেখাল গফরগাঁওয়ের মাইজবাড়ী গ্রামের বাসিন্দারা

আজহারুল হক, ময়মনসিংহ : [২] খেঁটেখাওয়া ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামের আর্থিক সচ্ছল ব্যক্তিরা। তারা ১ লাখ ৩০ হাজার টাকার তহবিল সংগ্রহ করে কর রমজানের প্রথম ও দ্বিতীয় দিনে ১১৫টি পরিবারকে উপহারসামগ্রী হিসেবে খাদ্য সহায়তা দেয়। পুরো অর্থ সহায়তা করেছেন গ্রামের সচ্ছল মানুষজন।

[৩] ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মাইজবাড়ী গ্রামের বাসিন্দারা এ স¤প্রীতির অটুট বন্ধন দেখিয়েছেন। নিয়েছেন ব্যতিক্রমী এমন উদ্যোগ ।

[৪] উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১ কেজি ছোলা দেওয়া হয়েছে। আর তা পৌঁছে দেওয়া হয়েছে পরিবারগুলোর ঘরে ঘরে। ফলে সহায়তার জন্যে তাদের দাঁড়াতে হয়নি কোন লাইনে। এমনকি যাদের সহায়তা দেওয়া হয়েছে তোলা হয়নি তাদের কোন ছবিও।

[৫] এ বিষয়ে মাইজবাড়ী গ্রামের প্রবীণ বাসিন্দা এসএম ওয়াহিদুর রহমান বাদল বলেন, অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে গ্রামের সবাই এগিয়ে এসেছেন। বাইরে যারা থাকে, চাকরি ও ব্যবসা করেন; তারা গ্রামের মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেয়। যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তাতে পরিবারগুলোর ১৫ দিনের সমস্যা লাঘব হওয়ার কথা।

[৬] মাইজবাড়ী গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী এমদাদুল হক তুহিন বলেন, সমাজে প্রতিষ্ঠিত গ্রামের ধনী ব্যক্তিরা সব সময় এগিয়ে আসেন। গ্রামের মুরব্বি ও ধনীদের পাশাপাশি ঈদ ও পার্বনে এলাকার তরুণরা তাদের সাধ্যমত প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে। এবারের সম্মিলিত এই উদ্যোগটি গ্রামের মুরব্বিরা নিয়েছেন। তরুণসহ সব বয়সী মানুষ এতে অংশ নেয়।

[৭] ওই গ্রামের আরেক বাসিন্দা শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় আমরা উচ্ছ্বসিত।

[৮] তরুণ শিক্ষক আতাউর রহমান দিদার বলেন, আমাদের গ্রামবাসীর এই সম্মিলিত প্রয়াস দরিদ্রদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়