শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর হার আনুষ্ঠানিক সমীক্ষার চেয়েও ৬০ গুণ বেশি

লিহান লিমা: [২] ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনেন্সিয়াল টাইমসের বিশ্লেষণে বলা হয়, বিশ্বের ১৪টি স্থানে করোনার ক্ষয়ক্ষতিতে মৃত্যুহারের পরিমাণ আনুষ্ঠানিক সমীক্ষার চাইতে ৬০ গুণ বেশি। ফিনেন্সিয়াল টাইমস, এক্সপ্রেস ইউকে

[৩] মৃত্যুহার সমীক্ষায় দেখা গেছে, করোনা মহামারীকালীন এই ১৪টি দেশে মৃত্যুর সংখ্যা ১ লাখ ২২ হাজার। যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ। এই সংখ্যা করোনা পূর্ববর্তী স্বাভাবিক সময়ে ছিলো ৭৭ হাজারের চেয়ে কিছুটা বেশি।

[৪] যদি এই হার সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ২ লাখ ১০ হাজার নয়, ৩ লাখ ১৮ হাজার।

[৫] এই সমীক্ষা করতে ফিনেন্সিয়ার টাইমস ২০২০ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই দেশগুলোর মৃত্যুহারের সংখ্যার সঙ্গে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একই সময়ের মৃত্যুহার পর্যালোচনা করে। এফটি জানিয়েছে, ১ লাখ ২২ হাজার মৃত্যুর সংখ্যা ওই স্থানগুলোর পূর্বের সময়ের স্বাভাবিক মৃত্যুহারের চাইতে ৫০ শতাংশ বেশি।

[৬] এফটি অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ইংল্যান্ড ও ওয়েলস, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অন্য ১৩টি স্থানের মৃত্যুহার পর্যালোচনা করে। তাদের বিশ্লেষণে বলা হয়, পূর্ববর্তী বছরের চাইতে ২০২০ সালের মার্চ থেকে এপ্রিলে বেলজিয়ামে মৃত্যুহার ৬০ শতাংশ, স্পেনে ৫১ শতাংশ, নেদারল্যান্ডে ৪২ শতাংশ ও ফ্রান্সে ৩৪ শতাংশ বেশি।

[৭] ইকুয়েডরের গায়ানায় ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯জনিত মৃত্যু আনুষ্ঠানিক সমীক্ষায় বলা হয়েছে ২৪৫। কিন্তু তথ্য বলছে এই সময়ে দেশটিতে গত বছরের চাইতে ১০ হাজার ২০০ জন বেশি মানুষ মারা গিয়েছেন, যা স্বাভাবিকের চেয়ে ৩৫০ শতাংশ বেশি। করোনার এপিসেন্টার চীনের উহানে মৃত্যুহার ৫০ শতাংশ বেশি।

[৮] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড স্পিগেহায়টা বলেন, ‘ব্রিটেনে করোনায় মৃত্যুহার বাস্তবের চাইতে অনেক কম। কারণ এখানে শুধুমাত্র হাসপাতালে হওয়া মৃত্যুই গণণা করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়