শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেঁচে আছেন কিম জং উন, চিঠি পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে

লিহান লিমা: [২]উত্তর কোরিয়ার গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসাকে দেশটির নেতা কিম জং উনের পাঠানোর চিঠির সংবাদ প্রকাশ করে। সিএনএন, কেসিএনএ ওয়াচ।

[৩] কেসিএনএ ওয়াচ জানায়, কিম জং উন উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস ও দক্ষিণ আফ্রিকার জাতীয় ছুটির দিন উপলক্ষ্যে দেশটির নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রামাপোসাকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে কিম দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়ে জাতীয় ঐক্য ও সামাজিক-অর্থনৈতিক উন্নতি কামনা করেন।

[৪] তবে উত্তর কোরিয়ার গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের নেতার মৃত্যু সংবাদ নিয়ে কোন তথ্য উল্লেখ করে নি। তবে রোববার দক্ষিণ কোরিয়া জানায়, কিম জীবিত আছেন ও সুস্থ আছেন।

[৫] এর আগে কোরিয়ার জাতীয় দিবসে কিম জং উনকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়, কিমের হার্টে অস্ত্রোপচার হয়েছে। চীন উত্তর কোরিয়ায় চিকিৎসক দল পাঠায়। পরে হংকং টিভি জানায়, তিনি মারা গিয়েছেন। স্থুলতায় ভোগা কিম অতিরিক্ত ধূমপান ও মদে আসক্ত ছিলেন। সেই সঙ্গে ফার্স্ট ফুড জাতীয় খাবারও খেতেন।

[৬] ওয়াশিংটন পোস্টের বেইজিং ব্যুরোর প্রধান এনা ফিল্ড বলেন, ‘উত্তর কোরিয়া একটা ব্ল্যাক হোলের মতো। সেখানে গুজব নিশ্চিত করা প্রায় অসম্ভব। দেখা যায় দক্ষিণ কোরিয়ায় খবর আসে পিয়ংইয়ংয়ের একজন সামরিক কর্মকর্তা মারা গেছেন। পরে দেখা যায় তিনি দিব্যি হেটে বেড়াচ্ছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়