শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত জেনেও মহিলা রোগীকে ১২ হাজার টাকার টেস্ট

বিপ্লব বিশ্বাস : [২] মৃত জেনেও মহিলা রোগীকে ১২ হাজার টাকার টেস্ট করতে দিল বরিশাল নগরীর একটি ক্লিনিকের চিকিৎসক। অবশেষে নগরীর শেরে বাংলা নগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানালো এ রোগী মারা গেছে অনেক আগেই। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পরেন রোগীর স্বজনরা।

[৩] জানা গেছে, বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে রয়েল সিটি ক্লিনিকের ভুল চিকিৎসায় সোনিয়া বেগমের (২৪) নামে এক রোগী মারা যায়। জোছনা ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের বাজিতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

[৪] সোনিয়ার মা রহিমা বেগম জানান, সোনিয়ার অসহ্য পেটে ব্যথা হওয়ায় ওই ক্লিনিকের চিকিৎসক তানিয়া আক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৩ এপ্রিল ভর্তি করা হলে ডা. তানিয়া জানায়, জোছনার পেটের নাড়িতে প্যাচ পড়েছে। তার অপারেশন করতে হবে। এ জন্য সোমবার সকাল ৮টায় অপারেশন সময় নির্ধারণ করা হয়। ওই সময় ডা. তানিয়ার স্বামী ডা. মনিরুল আহসান অপারেশন করেন।

[৫] রহিমা বেগম জানান, দুপুর ২টায় তারা আমাদের বেশকিছু টেস্ট দিয়ে জানান রোগীর অবস্থা খারাপ, আপনারা এই টেস্টগুলো তাদের ক্লিনিক থেকে করার কথা জানিয়ে, টাকার পরিমানটা ও জানিয়ে দেয়। টেস্টে ১২ হাজার টাকা লাগবে। বিষয়টি আমাদের সন্দেহ হলে আমরা আমার মেয়েকে নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক আমার মেয়েকে পরীক্ষা নীরিক্ষার পর বলেন- এ রোগীতো অনেক আগেই মারা গেছে। এরপর মেয়ের মরদেহ নিয়ে আমরা রয়েল সিটি হাসপাতালে আসি। বিষয়টি যেনে সেখানে পুলিশ ও উপস্থিত হয়।

[৫] এ ঘটনার বিচার দাবি করে সোনিয়ার মা জানান, তার মেয়ের মৃত্যুর জন্য দায়ি চিকিৎসক থেকে শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

[৬] এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার মো. রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জোছনার স্বজন এবং ক্লিনিকের দায়িত্বরতদের সাথে কথা বলেছি। জোছনার স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হলে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] এ ব্যাপারে কথা বলার জন্য ডা. তানিয়া ও ডা. মনিরুল আহসানের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তারা রিসিভ করেননি।

[৮] তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবি করেন, এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেবার তারাই দিয়েছে।

[৯] গত ২০ এপ্রিল সোনিয়া রয়েল সিটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করেন। ওই সিজারিয়ান করেছিলেন ডা. তানিয়া। এ কারণে সমস্যা দেখা দিলে তারা আবার ডা. তানিয়ার শরণাপন্না হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়