শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার পরিস্থিতিতে বাংলাদেশে সাংবাদিকদের ওপর বাড়ছে মামলা-মোকদ্দমা, সহিংসতা : রিপোর্টাস উইদাউট বর্ডার

লিহান লিমা : [২]সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টাস উইদাউট বর্ডার (আরএসএফ) বলেছে, লকডাউনসহ কোভিড-১৯ পরিস্থিতিকে কেন্দ্র করে নানা বিষয় ধামাচাপা দেয়ার জন্য সাাংবাদিকদের ওপর হয়রানি ও পুলিশি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। রিপোর্টাস উইদাউট বর্ডার।

[৩]সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার ত্রাণের চাল বিতরণ নিয়ে অব্যবস্থাপনার রিপোর্ট করতে দিয়ে স্থানীয় কর্তৃপক্ষের হাতে মারাত্মকভাবে মারধরের শিকার হয়ে হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি হন এসএটিভির রিপোর্টার সজল ভুঁইয়া ও ‘খোঁজ’ প্রোগ্রামের উপস্থাপক বাতেন বিপ্লবের সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদকের কাজ করছিলেনন সজল।

[৪]সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ড্যানিয়েল বেস্টার্ড বলেন, ‘আমরা সজল ভুইয়া বাতেন বিপ্লপের ওপর চালানো সহিংসতাকারীদের অতিসত্বর গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি। এছাড়া আমরা করোনাভাইরাস সংকট নিয়ে নানা প্রতিবেদন করার সময় সাংবাদিকদের ওপর বিচার বিভাগীয় হয়রানি, পুলিশি সহিংসতা, শারীরিক নির্যাতনের অনেক খবর পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের এই পরিস্থিতি বন্ধে যা করণীয় করতে হবে।

[৫]করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে প্রতিবেদন করায় গত ২১ এপ্রিল স্থানীয় কর্তৃপক্ষ আবুল হাশিমের মারধরের শিকার হন নয়াদিগন্তের সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির। একই দিনে ঠাকুরগাঁওয়ের জেলায় নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আবদুল লতিফ লিটু কর্মরত থাকা অবস্থায় কারফিউ অবমাননার অভিযোগে পুলিশের মারধরের শিকার হন। ১৮ এপ্রিল লকডাউন লঙ্ঘন নিয়ে প্রতিবেদন করায় বরিশালে স্থানীয় কর্তৃপক্ষের হামলার শিকার হন বাংলাভিশনের রিপোর্টার কামাল হোসাইন। ১৬ এপ্রিল পুলিশ চেকপোস্টে নিজের আইডি দেখানোর পূর্বেই পুলিশের মারের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তুহিন হাওলাদার। ১২ এপ্রিল বগুড়ার চেকপয়েন্টে একাত্তর টিভির সাংবাদিক শাহজাহান আলী বাবু ও সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাজেদ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

[৬]আরএসএফ জানায়, ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার করা মামলায় ১৮ এপ্রিল চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়। তারা ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। লকডাউন নিয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ১৫ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত হন দৈনিক অধিকারের রিপোর্টার আল মামুন জীবন। লকডাউনে খাদ্য স্বল্পতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ১৪ এপ্রিল এই আইনে গ্রেপ্তার হন দৈনিক বাংলাদেশের আলোর সাংবাদিক গোলাম সারওয়ার পিন্টু।

[৭]২০২০ সালে বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়