শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি সরকারে থাকলে রাজনীতিকে বাক্সবন্দি করে জাতীয় ট্রাক্স ফোর্সের মাধ্যমে মানবতার জন্য কাজ করতো: আলাল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা দায়িত্বে থাকলে প্রথমেই যে কাজটি করতাম তাহলে দেশে-বিদেশে যে সমস্ত বিজ্ঞজনেরা আছেন তাদেরকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকলকে সমন্বয় করে সংকট সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।

[৩] অর্থনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির একমাত্র অর্থনৈতিক প্রচারণা চালাচ্ছে। এদেশের অর্থনীতি বিশেষজ্ঞরা, সাবেক ব্যাংকাররা সুচিন্তিতভাবে ভাবছেন না। সরকার বলছে সব ঠিক আছে। করোনা পরবর্তীতে অর্থনীতেতে যে বিস্ফোরণ ঘটবে সেটাকে সামাল দেওয়ার মত সাহায্য সহযোগিতা থাকবে কম ।

[৪] আলাল বলেন, সারা পৃথিবী একই রোগে আক্রান্ত। তখন কে কাকে সাহায্য করবে। সবাইতো যার যার মতো করে কাটিয়ে উঠবে। করোনার প্রকোপ কমার পর তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে থাকবে সেটাই হচ্ছে বড় চিন্তার বিষয়।

[৫] বিএনপির এই নেতা বলেন, এখান থেকে পরিত্রাণের উপায় হলো সাবেক অর্থমন্ত্রী, সাবেক ব্যাংকের গভর্নর, অর্থনীতিবীদ এদের গায়ে যদি কোনো রাজনৈতিক তকমা থেকেও থাকে তা বাদ দিয়ে তাদেরকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া উচিত। তিনি বলেন টাকা ছাপিয়ে আপাতত হয়তো সংকট মোকাবেলা করা যাবে কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়।

[৬] সোমবার প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়