শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে কারখানা খোলার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া বেতন পরিশোধের দাবি

শরীফ শাওন : [২] গাজীপুরের ভোগড়া এলাকার স্টাইলিস গার্মেন্ট কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

[৩] শ্রমিকদের দাবি, ৩০ এপ্রিল পর্যন্ত কারখানা লে-অফের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আগে ৩০ জন শ্রমিকের বেতন এবং ৮০ জন কর্মীর ৬০ শতাংশ বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধ করা হয়। দুদিন থেকেই বন্ধ কারখানা খোলা এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছে তারা।

[৪] শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে এইক দাবিতে কারখানার সামনে জড়ো হয় শ্রমিকরা। এসময় তারা আশপাশের ভলমন্ট ফ্যাশন, ক্রাউন ফ্যাশন ও টেকনো ফাইবার কারখানা শ্রমিকদের কাজ না করার অনুরোধ জানায়। পরে কারখানাগুলোতে ইটপাটকেল ছুড়ে। সড়কে পার্কিং করা মোটরসাইকেল ও বাইসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

[৫] আরো জানায়, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের আন্দোলনে মহাসড়কে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়