শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ দোকানদারকে জরিমানা!

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] জেলায় কোম্পানীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি না মানায় এবং মুল্য তালিকা প্রদর্শন ও দ্রব্যমুল্যের দাম বেশি রাখার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

[৩] ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা!

[৪] সোমবার(২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার মুছাপুর পাটোয়ারী হাটে দুই দোকানদার, চর ফকিরা চাপরাশির হাট বাজারে তিন দোকানদার, হাজারীহাট বাজারে দুই দোকানদারকে ও আবু মাঝির হাট বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধি না মানার অপরাধে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবু মাঝির হাট বাজার এলাকায় শাহাদাত হোসেন, মাহিম আল নূর নামে দুইজনকে মাস্ক না ব্যাবহার করায় ও আবদুর রহিম নামে একজনের দোকান খোলা রাখায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক তিনজনকে ১২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

[৬] হাজারীহাট বাজারে মুল্য তালিকা না প্রদর্শন ও দ্রব্য মুল্যের দাম বেশি রাখায় শাহাব উদ্দিনের মুদি দোকানকে ২০০০ টাকা ও পলি ট্রেডার্স কে ৫০০০ টাকা জরিমানা করা হয়।পাটোয়ারী হাট বাজারে মুল্য তালিকা না প্রদর্শন ও দ্রব্য মুল্যের দাম বেশি রাখায় আবুল কাশেম স্টোর, আনোয়ার স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক জরিমানা করা হয় ও চাপরাশি হাট বাজারে বিধি অমান্য করে প্লাষ্টিক সহ বিভিন্ন দোকান খুলে রাখায় দোকানদার আ.ন. ম আতিকুল্লাহকে ১০০০ টাকা, মো.করিমকে ১০০০ টাকা, জাকির স্টোরকে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

[৭] এবিষয়ে নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, এ অভিযান চলমান রয়েছে। আমরা আরো কঠিন ব্যাবস্থা নেবো। প্রশাসন সজাগ রয়েছে। এসময় তিনি সকলের স্বার্থে সকলকে সরকারি বিধি মেনে চলার অনুরোধ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়