শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও‌য়ে কর্মহীনদ‌ের পচা চাল দেয়ার অ‌ভি‌যো‌গে সংঘর্ষ

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি ; [২] সোমবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে পচাঁ - দুর্গন্ধ যুক্ত চাল বিতরণের অভিযোগ উ‌ঠে‌ছে। নিম্ম মানের চাল দেয়ার প্রতিবাদে দু গ্রুপে সংঘর্ষ হয় । তবে এ ঘটনায় হতাহতের খবর মিলেনি । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে আ‌নে ।

[৪] ওই গ্রামের গণেশ দত্ত অভিযোগ করে বলেন, এলাকার কর্মহীন অনেক মানুষ এখনও সরকারি ত্রাণ সুবিধা পায়নি । ত্রাণ বঞ্চিত হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তার জন্য মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রব্বানী তার ৫ ভাইসহ স্থানীয় বিত্তবানদের কাছ থেকে ৬৫ হাজার টাকা চাঁদা আদায় করেন।

[৫] তবে সেই টাকা বাঁচিয়ে খাওয়ার অনুপযোগি চাল কিনেন রব্বানী । রোববার এসব চাল কিনে কয়েকটি গ্রামের কর্মহীন ৩শ৬২জনকে ৫ কেজি করে চাল দেয়া হয় । কিন্তু ওই চাল নিয়ে রাতে ভাত রান্না করলে দুর্গন্ধের কারনে কেউ খেতে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের। ওই গ্রামে আবুল কাশেম ও শুকুমার কর্মকার অভিযোগ করে বলেন যে চাল তাদের দেয়া হয়েছে তা রান্না করে মুখে দেয়া যায়না ।

[৬] সোমবার সকালে তারা দুজনসহ অনেকে বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র কর্মহীনরা ওই চাল ফেরত দিতে আসে। তা জানতে পেরে ওই ইউপি সদস্যের সমর্থক ও কর্মী বাহিনী চাল ফেরত দিতে আসা মানুষের উপর চড়াও হয়।এ নিয়ে গ্রুপ ভিত্তিক সংঘর্ষ বাধেঁ ।

[৭] এ বিষয়ে ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন গণেশ দত্ত বলেন, আমার বিরুদ্ধে ভোটে দাড়িঁয়েছিলো । সে উদ্দেশ্য মুলুক এ ঘটনা ঘটায়। তাছাড়া চাল কেনার সময় দেখিনি তা দুর্গন্ধ । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়