শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ৮ টি পরীক্ষায় ৪টি করোনা পজেটিভ, নতুন চারজনসহ মোট আক্রান্ত ৩৪ জন

রহিদুল খান, যশোর প্রতিনিধি : [২] যশোরের মাত্র আটটি নমুনা পরীক্ষা করে তার অর্ধেক অর্থ্যাৎ চারটিই করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে যশোর জেলায় মোট ৩৪ জন করোনা রোগী শনাক্ত হলেন বলে জেলা প্রশাসনের হিসেব।

[৩] সোমবার  পরীক্ষায় সাতটি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। এর মধ্যে ঝিনাইদহের চারটি ও নড়াইলের তিনটি।

[৪] রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, রোববার যশোরসহ চার জেলার মোট ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে যশোর জেলার আটটি নমুনার চারটি, ঝিনাইদহের ৩৯টির মধ্যে চারটি এবং নড়াইলের ২০ নমুনার মধ্যে তিনটির রেজাল্ট পজেটিভ পাওয়া যায়। আর মাগুরা জেলার ১১টি নমুনার সবগুলোই নেগেটিভ রেজাল্ট দেয়।

[৫] প্রফেসর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআর ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। তারা এসব রোগীর অবস্থান জানতে পারবেন।

[৬] এর আগে রোববার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসন যে লকডাউনের গণবিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয়েছিল, এই জেলায় এখন পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে। আজকের চারজনসহ যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়