শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে ভূমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইমরুল শাহেদ : [২] দুর্নীতি দমন সংস্থা (ন্যাব)-র কর্মকর্তা রোববার বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘জং গ্রুপের প্রধান সম্পাদক মীর শাকিলুর রেহমানের সঙ্গে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধান ভূমি দুর্নীতি মামলায় অভিযুক্ত। এই মামলায় তাকে নোটিশ এবং প্রশ্নপত্র পাঠানো হয়েছে। কিন্তু তিনি এর কোনো জবাব দেননি। নওয়াজ শরীফ বর্তমানে লন্ডন চিকিৎসাধীন আছেন।’ নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

[৩] জিও গ্রুপ নামে পরিচিত জং গ্রুপ হলো দুবাইয়ের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কর্পোরেশনের একটি সম্পূরক প্রতিষ্ঠান। ন্যাব কর্মকর্তা বলেন, তারা আদালতের কাছে নওয়াজ শরীফকে ঘোষিত অপরাধী বিবেচনা করতে আবেদন জানাবেন।

[৪] এই মামলায় মীর শাকিলুর রহমানকে গত ১২ মার্চ গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৮ এপ্রিল পর্যন্ত ন্যাব হেফাজতে থাকবেন।

[৫] তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চিকিৎসার জন্য লাহোর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নিয়ে গত নভেম্বর মাসে লন্ডন যান।

[৬] তিনি আল-আজিজিয়া মিলস দুর্নীতি মামলায় এই জামিন পেয়েছেন। মামলাটিতে তিনি সাত বছরের সাজা খাটছেন লাহোরের কট লাখপাত কারাগারে।

[৭] ন্যাব কর্মকর্তা রোববার আরো বলেছেন, ‘আদালত যদি তাকে ঘোষিত অপরাধী হিসেবে বিবেচনা করে তাহলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেব আমরা।’

[৮] নওয়াজ শরীফকে বিদেশে যাওয়ার আগে লাহোর হাইকোর্টে মুচলেকা দিতে হয়েছে যে, তাকে ডাক্তার সুস্থ বললেই তিনি চার সপ্তাহের মধ্যে ফিরে এসে আইনের হাতে সোপর্দ হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়