শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রণোদনার অর্থ বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান নিতে পারবে না বলে মনে করছে ব্যাংকাররা, নিয়মের ঝামেলা থেকে মুক্ত হতে অনেক ব্যাংকই ইসলামী হতে চাচ্ছে

বিশ্বজিৎ দত্ত: [২] পূবালী ব্যাংকের এমডি হালিম এ চৌধুরী বলেন, প্রণোদনার অর্থ নেয়ার জন্য সরকার যে নিয়ম করে দিয়েছে তাতে এই অর্থ খেলাপী হবে না। আর এসব শর্তের কারণেই বেশির ভাগ প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে না।

[৩] ঋণের প্রধান শর্তেও মধ্যেই রয়েছে, ব্যাংক ও প্রতিষ্ঠানের সম্পর্কের ভিত্তিতে ঋণ দেয়া হবে। এই ঋণের সমস্ত দায়ভার ঋণদাতা ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক তখনই সাড়ে ৪ বা ৫ শতাংশ সুদ দেবে যখন ঋণ নিয়মিত থাকবে। না হলে সুদ সহ সমস্ত টাকাই সংশ্লিষ্ট ব্যাংককে দিতে হবে। তাই আমরা বেঁছে কয়েকজনকেই ঋণ দিতে পারবো। শ্রমিকদের বেতনের জন্য গার্মেন্টগুলোকে ২ শতাংশ হারে যে ঋণ দেয়া হচ্ছে। এই ঋণ নিতেও মালিকরা অনেক যাচাই করে নিচ্ছে। দেখবেন কারখানায় এখন শ্রমিক কমে গেছে। কারণ প্রকৃত শ্রমিকদেরই তারা এখন নির্বাচন করছেন।

[৪] ক্ষুদ্র ঋণের বিষয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, ড. আহসান এইচ চৌধুরী বলেন, ব্র্যাক নিজেও ক্ষুদ্র ঋণের কর্মসূচি চালায়। সামনে এই ঋণগুলোই আমরা আদায় করতে পারবো কিনা সংশয় রয়েছে। তার উপর বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ করে এরদায় আমরা নিতে পারবো বলে মনে হয়না। ছোট অনেক ব্যাংকই এই কারণে এখন ইসলামী ব্যাংক হওয়ার জন্য আবেদন করছে। ইসলামী ব্যাংকগুলোর অনেক নিয়মই মওকুফ করা আছে।

[৫] করোনা পরবর্তী ওয়াকিং ক্যাপিট্যাল হিসাবে বড় শিল্পে ৩০ হাজার, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে ২০ হাজার কোটি বরাদ্দ করেছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়