শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ প্রকাশের পর কাঁচা বাজারে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

অলক কুমার দাস, টাঙ্গাইল প্রতিনিধি : [২] দেশের পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম আমাদের অর্থনীতি পত্রিকায় “রমজানের শুরুতেই টাঙ্গাইলে সবজির বাজার চড়া” শীর্ষক সংবাদ প্রকাশের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আরো কঠোর অবস্থানে গিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরসহ প্রশাসনের সকল মহল। আর সংবাদের প্রেক্ষিতে প্রতিটি বাজার পর্যবেক্ষণ করে তার সত্যতা পান। তারই ধারাবাহিকতায় শহরের কাচাঁবাজারগুলোতে তাদের অভিযান পরিচালনা করেন।

[৩] অভিযানে ১১টি সবজি ব্যবসায়ী এবং ৫টি মুদির দোকানদারকে ৪৯ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বটতলা এবং ছয়আনী বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

[৪] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম খবরবাংলা ২৪ ডটকমকে বলেন, বাজারে গিয়ে প্রথমে দেখা যায় শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৬০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৫০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পরে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ২০ টাকা কমে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মোবাইল অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

[৫] এসময় র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদের সার্বিক সহযোগিতা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়