শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুমানিক আড়াই লাখ পাসপোর্ট আটকে আছে, সব কিছু ঠিক হলে এক মাসেই সরবরাহ করা সম্ভব

লাইজুল ইসলাম : [২] পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, এই মুহুর্তে আমাদের হাতে যে পরিমান পাসপোর্ট আছে তা এক মাসের মধ্যেই প্রিন্স করে মানুষের হাতে পৌছে দেয়া সম্ভব। কিন্তু এই ছুটি অবস্থায় প্রিন্ট করে কুরিয়ার বা ডাক বিভাগের মাধ্যমে পাঠানো সম্ভব না। আর এত পাসপোর্ট সংরক্ষণের জায়গাও নেই আমাদের কাছে। এতে হিতে বিপরীত হতে পারে। প্রিন্ট করা পাসপোর্ট নষ্ট হয়ে যেতে পারে।

[৩] মহাপরিচালক বলেন, এই মুহুর্তে আমরা জরুরী পাসপোর্টগুলো প্রিন্ট করে দিচ্ছি। তবে সেটা অতি জরুরী হলেই একমাত্র দিচ্ছি। দেশের বাইরের মিশনগুলোতেও আমরা কিছু পাসপোর্ট পাঠিয়েছি। কাজ তো সব জায়গায়ই বন্ধ। কিন্তু কিছুটা চালিয়ে রাখতে এই ব্যবস্থা করা হয়েছে।

[৪] মেজর জেনারেল শাকিল আহমেদ, যারা পাসপোর্ট পাননি তারা অবশ্যই পাসপোর্ট পাবেন। তবে এই পরিস্থিতিতে সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সবার পাসপোর্ট হাতে পৌছে যাবে।

[৫] শাকিল আহমেদ বলেন, প্রতিদিন ২০ হাজার পাসপোর্ট প্রিন্ট করা সম্ভব। এখন যেহেতু নতুন পাসপোর্ট ইস্যু হচ্ছে না। তাই শুধু পাসপোর্ট প্রিন্টের কাজ আছে আমাদের হাতে। সব কিছু স্বাভাবিক হলে খুব অল্প সময়ের মধ্যেই সারাদেশের এই পাসপোর্ট প্রিন্ট করা সম্ভব হবে।

[৬] পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের কর্মীরা সবাই এখন অফিস করছে না। যাদের প্রয়োজন আছে তারাই শুধু অফিস করছে। আরপিও গুলোতেও তাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়