শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল ইরাক

ইমরুল শাহেদ : [২] মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এই অনুমোদনের কথা জানানো হয়। বলা হয়, এই অনুমোদন দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। ডন, তাসনিম নিউজ এজেন্সি

[৩] পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, ওয়াশিংটন এই অনুমোদন আর নবায়ন করবে কিনা সেটা নির্ভর করে ইরাকে একটা আস্থাশীল নতুন সরকার গঠন হওয়ার ওপর।

[৪] এই মাসের শুরুতে, ইরাকের প্রেসিডেন্ট গোয়েন্দা প্রধান মোস্তফা আল-কাদিমিকে ইরাকের প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন। তৃতীয় এই ব্যক্তি ইরাককে মাত্র দশ সপ্তাহ নেতৃত্ব দেবেন। গত বছরের শেষ দিকে প্রচÐ বিক্ষোভের মুখে সরকার পতনের পর এখনও নতুন সরকার গঠন করা হয়নি।

[৪] নিউজ ব্রিফিংয়ে অনুমোদনের বিষয়টি বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বরাত দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যথাযথ সরকার গঠন হয়ে গেলেই বিষয়টি নতুনভাবে নির্ধারণ করা হবে।

[৫] বর্তমানে যে অনুমোদন দেওয়া হয়েছে তা ২৬ মে শেষ হয়ে যাবে। আগের অনুমোদন ছিল তিন মাসের জন্য।

[৬] পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, শুধু বিদ্যুৎ বিষয়েই আবেদন করা হয়েছে এবং সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই ইরানি প্রাকৃতি গ্যাস আমদানি নিয়ে লেনদেন হবে।

[১]পিকআপ ভ্যানে মাদক পাচারকালে আটক ১

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের রুপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মো. সুমন মিয়া (২৬) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১।

[৩] র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, রোববার রাতে ব্যাটালিয়নের চেকপোস্টে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশী করে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই সময় পিকআপটি রাস্তায় রেখে চালক সুমন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাস্তা সংলগ্ন একটি বাড়ি থেকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও।

[৪] আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমনের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জের মাছিমপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় ফেন্সিডিল কেনা-বেচা ও সরবরাহ করছিলেন।

[৫] জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় ফেন্সিডিল দেশে নিয়ে এসে পিকআপে বিশেষ কৌশলে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলো।

[৬] আটক সুমনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অঃঃধপযসবহঃং ধৎবধ

  • সর্বশেষ
  • জনপ্রিয়