শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় চিরচেনা রূপ হারিয়েছে রমজান

রাজু আলাউদ্দিন : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে পবিত্র রমজানের রোজা পালন করছেন বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান। তবে স্বাস্থ্য সতর্কতা আর লকডাউনের কারণে সৃষ্ট অচলাবস্থার কারণে সেহরী, ইফতার এবং তারাবী নামাজ আদায় করা হচ্ছে ভিন্ন পন্থায়। আর এতে পবিত্র রমজান হারিয়েছে তার চিরচেনা রূপ।

[৩] ইরান, প্রতি বছরের মতো এবারো বসেছে ইফতার বাজার। সাজিয়ে রাখা হয়েছে খেজুরসহ নানা ধরণের শুকনো খাবার। তবে ইরানের রাজধানী তেহরান ইফতার কিনতে আসা সাধারণ মানুষের মধ্যে রয়েছে করোনার চাপা আতঙ্ক, অবলম্বন করছেন বাড়তি সতর্কতা। বিক্রেতারা বলছেন, এবারের রমজানে আশঙ্কজনক হারে বিক্রি কমেছে।

[৪] তুরস্কের মসজিদগুলোতে আজান হচ্ছে নিয়মিত। কিন্তু বাড়িতে নামাজ আদায়ের অনুরোধ থাকায়, মসজিদগুলো থাকছে একেবারেই ফাঁকা। দেশটিতে রমজানসহ যে কোন সময়ে এমন দৃশ্য বিরল।

[৫] মিশর, করোনা আতঙ্কের পরও, পবিত্র রমজান উপলক্ষে মিশরের বিভিন্ন শহর ঐতিহ্যগতভাবে সাজানো হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও অনেক স্থানে চলছে সাধারণ মানুষের জমায়েত। স্বল্প পরিসরে চলছে তারাবীর নামাজের জামাতও।

[৬] ভারত, লকডাউনের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের মুসলমানরা রোজা পালন করছেন। কিন্তু বিধি-নিষেধের কারণে অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। সেইসঙ্গে মসজিদগুলোতে হচ্ছে না নামাজের জামাত, নেই ইফতার বাজারের চিরচেনা দৃশ্য।

[৭] পাকিস্তান, অন্যান্য দেশের মতো পাকিস্তানেও চলছে করোনার মহামারী, জারি রয়েছে নিষেধাজ্ঞা। আর এ কারণে কাজ হারিয়ে অসহায় অনেক মানুষ। তাদের সাহায্য করতে ইফতার সামগ্রী বিতরণ করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।

[৮] এছাড়াও সিরিয়া, ফিলিস্তিন, বসনিয়া, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার মধ্যেই পালিত হচ্ছে পবিত্র রমজান। তবে আতঙ্কের কারণে রঙ হারিয়েছে রমজানের চিরচেনা রূপ। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়