শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাধারণ ছুটিতেও ব্যতিক্রম মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র. অর্থ, স্বাস্থ্য, তথ্য, কৃষিমন্ত্রণালয়

আনিস তপন :[২] করোনা ভাইরাস মোকাবেলা ও এ সংক্রান্ত দুর্যোগকালীন সময়ে সহায়তা দিতে এবং সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে দীর্ঘ এক মাস পর রোববার থেকে সীমিত আকারে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে।

এদিকে একই তারিখ ও স্বারকে (স্বারক নং. ৩৫. ০০. ০০০০. ১৭৩.০৮.০১৪.০৭-৮০, তাং ২৩ এপ্রিল, ২০২০) স্থলাভিষিক্ত হবে শিরোনামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, (জ) জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ খোলা থাকবে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব জানান, যেসব মন্ত্রণালয় ও বিভাগ জরুরি মনে করবে, তারা সীমিত আকারে অফিস খোলা রাখতে পারবে।

জরুরি প্রয়োজনের সঙ্গে যুক্ত সকল অফিস যা মন্ত্রণালয় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অফিস অন্তর্ভূক্ত থাকবে।

এদিকে সরকার ২৬ মার্চ করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা করলেও এ সময় সচিবালয়ে উপস্থিত থেকে নিয়মিত দাপ্তরিক কাজ করেছেন বলে এই প্রতিবেদককে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিন সচিবালয়ের নিজ দপ্তরে আলাপকালে আসাদুজ্জামান খান কামাল জানান, সরকারি ছুটি ঘোষণা হলেও জরুরি সেবা বিবেচনায় পুলিশ, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অন্যান্য সাধারণ কর্ম দিবসের মতই সচল ছিল। এসব সংস্থার কাজ এক মিনিটের জন্যও বন্ধ ছিল না। তাই পুলিশ বাহিনীর মাধ্যমে সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস, কয়েদিদের দেখভালে কারা কর্তৃপক্ষসহ মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কাজের সমন্বয়, নথি নিষ্পত্তি ও সিদ্ধান্ত জানাতে প্রতিদিনই প্রায় আমাকে সচিবালয়ে অফিস করতে হয়েছে। আমিও ছুটি উপভোগ নয়, সরকারি দায়িত্ব পালনের লক্ষ্যে কাজ করেছি এসময়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও তথ্যমন্ত্রী ড. হাছান মাহহমুদ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দরা সচিবালয়ে অফিস করেছেন।

এছাড়াও ছুটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ তথ্য মন্ত্রণালয়ে প্রায় নিয়মিত কার্যক্রম চলেছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সেলিম হোসেন জানান, এই মন্ত্রণালয়ে আগে থেকেই নিয়মিত কার্যক্রম চলছে। আজ সরকার সীমিত আকারে আনুষ্ঠানিকভাবে খোলার ঘোষণা দিলেও আগেও কখনো বন্ধ ছিল না এই মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়