শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেই অক্সিজেন-বেতন বাকি চিকিৎসকদের, সেই হাসপাতালেই করোনা চিকিৎসা!

রাজু আলাউদ্দিন : [২] আবারো প্রশ্ন উঠেছে কোভিড চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল নির্বাচন নিয়ে। অবকাঠামোগত নানা দুর্বলতা থাকার দাবি করে এই হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। এছাড়া চারমাস বেতন বাকি রয়েছে বলেও জানান তারা। তবুও এই দুর্যোগে সেবা দিতে অপারগতা না জানালেও হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এমন সিদ্ধান্তের আগে সামাজিক নিরাপত্তা চান তারা।
[৩] সমস্যা সমাধানে কর্তৃপক্ষ সরকারের সহায়তা চাইলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল বুঝে নেয়ার পর সব দায়িত্ব নেবেন তারা। এপ্রিল প্রায় শেষের পথে অথচ এখনো মেলেনি জানুয়ারির বেতন। রয়েছে জনবল সংকট। নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। আইসিইউ সংখ্যা মাত্র দশটি। এখনো আসেনি পিপিই কিংবা উন্নতমানের মাস্ক। অথচ এই হাসপাতালকেই কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
[৪] বলছি রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালের কথা। চিকিৎসকরা বলছেন, কোভিডের মতো এমন বিপর্যয়ে হাত গুটিয়ে বসে থাকতে চান না তারা। তবে যুদ্ধে নামার আগে মানসিক শক্তি আর পরিবারের জন্য নিশ্চয়তা চান তারা। তাছাড়া এই হাসপাতাল অবকাঠামোগত দিক থেকেও কোভিড চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলেই মনে করেন তারা। একজন চিকিৎসক বলেন, একটা রোগীকে কেনো আমি মিথ্যা আশ্বাস দিয়ে হাসপাতালে নিবো। যেখানে হাসপাতালের আইসিইউ সম্পূর্ণ স্থাপনা করা হয়নি।
[৫] আরেকজন চিকিৎসক বলেন, আমাদের হাসপাতালে ডাক্তার, নার্স, ক্লিনার, প্রশাসনিক কর্মকর্তাসহ প্রায় ৬শ’ জন স্টাফ কাজ করে। তারা প্রায় গত তিন মাস ধরে তারা কোনো বেতন-ভাতা পান না। আমাদের সব সময়ের জন্য কোনো অক্সিজেন সরবরাহ নেই। হাসপাতালের মধ্যে প্রায় ডাক্তারদের ২৫টি ফ্যামিলি বসবসা করে, তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এই হাসপাতালে প্রতিদিন ৫শ থেকে ৬শ রোগী ডায়ালাইসিসি হয়। যদি আমরা কোভিট হাসপাতাল করি, তাহলে ডায়ালাইসিসি সরিয়ে দিতে হবে।
[৬] এদিকে হাসপাতাল পরিচালক বলছেন, নিজেদের সীমাবদ্ধতা থাকলেও সরকারি নির্দেশনা মানতে তৈরি তারা। এছাড়া বকেয়া বেতন পরিশোধে সরকারের কাছে সাহায্য চাওয়া হবে বলেও জানান তিনি। হলি ফ্যামেলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মুার্শিদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ করেছি। ওনারা ও চেষ্টা করছেন। সরকারের সঙ্গেও এই বিষয় নিয়ে আলাপ হচ্ছে। কিভাবে এটা সমাধান করা যায়। এখানে মনোবলেরও একটা বড় বিষয় আছে। আর এই মনোবল শক্ত রাখতে হলেও তাদের তো বেতন-ভাতার নিশ্চয়তা দিতে হবে।
[৭] তবে কোভিড হাসপাতাল হিসেবে চালুর পরে দায়িত্ব নিলেও এর আগের দায় নিবে না সরকার। আর প্রণোদনা প্যাকেজে বেসরকারি হাসপাতালকে আনার বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. হাবিবুর রহমান খান বলেন, যেদিন থেকে গ্রহণ করবে, সেদিন থেকে ওই হাসপাতালের যে ব্যয় ও চিকিৎসা ব্যয় সেটা হয়তো সরকার বহন করবে। ততদিন ধরেই কোভিড রোগীদের চিকিৎসা হবে। রোগীদের চিকিৎসার স্বার্থে যা যা দরকার তা তো সরকারকে দিতেই হবে। সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকেই এগিয়ে আসার আহ্বান তাদের। সময় টিভি
  • সর্বশেষ
  • জনপ্রিয়