শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরে ৮স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টাইনে, ১ চিকিৎসক আক্রান্ত

লাইজুল ইসলাম : [২] সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রের সহকারী পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, চিকিৎসকের সঙ্গে একত্রে দায়িত্বপালন করা বিমানবন্দরের অন্য স্বাস্থ্যকর্মীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

[৩] স্বাস্থ্যকেন্দ্রের সহকারী পরিচালক, করোনা আক্রান্ত সেই চিকিৎসক সর্বশেষ ১৫ এপ্রিল বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। সেদিন সৌদি আরবফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। ১৯ এপ্রিল তার মাঝে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর নমুনা টেস্ট করা হলে ২৩ এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

[৪] বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত চিকিৎসক বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার বাসার অন্যদেরও পরীক্ষা করা হয়েছে। তবে অন্য কেউ করোনা আক্রান্ত হননি। তার খোঁজখবর রাখা হচ্ছে।

[৫] ডা. সাজ্জাদ জানান, আক্রান্ত চিকিৎসকের সঙ্গে দায়িত্ব পালন করা অন্য চিকিৎসকদের মধ্যেও একজনের করোনার উপসর্গ দেখা গেছে। তার নমুনা টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তিনিও আক্রান্ত কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়